ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় নিজ বাসা থেকে জামায়াত নেতার মরদেহ উদ্ধার ত্বকের বলিরেখা কমাতে যেসব প্রাকৃতিক তেল হতে পারে ভরসা ভারতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ আইসিসির, অবস্থানে অটল বিসিবি ইরানে নজিরবিহীন বিক্ষোভে নিহত প্রায় ২ হাজার মানুষ: সরকারি কর্মকর্তা বিএনপি নেতা ডাবলুর মৃত্যু: অভিযানে অংশ নেওয়া সব সেনাসদস্য প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন জ্বালানি সরবরাহ বড় চ্যালেঞ্জ, তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় সরকার: সালেহউদ্দিন আহমেদ আগামী নির্বাচনই নির্ধারণ করবে বাংলাদেশের অগ্রযাত্রা : সালাহউদ্দিন আহমদ সবোজলাইয়ের নায়ক-খলনায়ক রাতেও বার্নসলিকে উড়িয়ে চতুর্থ রাউন্ডে লিভারপুল জীবনদর্শনের দূরত্বেই ফাটল: যে কারণে টেকেনি তাহসান-রোজার সংসার শিক্ষা শুধু চাকরির কারখানা নয়, সৃজনশীল মানুষ গড়ার পথ: প্রধান উপদেষ্টা

আশ্বাস দিলেন ফাহামেদুল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৫৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

বাংলাদেশের জার্সিতে দুটি ম্যাচ খেলে ফেলেছেন ফাহামেদুল ইসলাম। দেখিয়েছেন নৈপূণ্য। বল নিয়ে দ্রুত গতিতে এগোনো আর পাসিং দক্ষতা আলাদা করেছে তরুণ তুর্কিকে। ফাহামেদুলরা অবশ্য মঙ্গলবার জিততে পারেননি। ভালো খেলেও সিঙ্গাপুরের কাছে হেরেছে ২-১ ব্যবধানে। প্রত্যাশার ম্যাচে অমন হারে স্বভাবতই মন খারাপ ১৮ বর্ষী তারকার।

আজ টিম হোটেল ছেড়ে যাওয়ার আগে সংবাদ মাধ্যমে ফাহামেদুল শুনিয়েছেন প্রত্যয়, ‘আমাদের শুধু নিজেদের কাজের ওপর ফোকাস রাখতে হবে। এর বাইরে আর কিছুই নয়।

 

মঙ্গলবার রাতেই অনেকে ছেড়েছে টিম হোটেল। হামজা চৌধুরী ও সামিত সোম সকালেই ছেড়েছেন দেশ। ফাহামেদুল যাচ্ছেন তার জেলা শহর ফেনীতে। তার আগে তরুণ এই ফরোয়ার্ড বলেছেন সিঙ্গাপুর ম্যাচের কথা, ‘আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। পুরোটা দিয়েছি। আমরা দুর্ভাগা। দিনটা আমাদের ছিল না। পরের ম্যাচে সর্বোচ্চটা দেব। জিতব ইনশাআল্লাহ।’

ফাহামেদুলকে দলে নেওয়া নিয়ে কত না কাণ্ড! জাতীয় দলের অনুশীলনে যোগ দেওয়া এবং সেখান থেকেই তাকে ফেরত পাঠানো, এরপর আরও কত ঘটনা। সবশেষ ভুটানের বিপক্ষে অভিষেক হয়ে যায় ফাহামেদুলের। ওই ম্যাচটি বাংলাদেশ জেতে ২-০ ব্যবধানে। খেলেছেন সিঙ্গাপুরের বিপক্ষেও। এই সময়ে কোচ ও সতীর্থদের সঙ্গে দারুণ সময় কাটিয়েছেন বলেই জানিয়েছেন ফাহামেদুল।

 

তরুণ ফরোয়ার্ড খেলার সুযোগটিকে দারুণ কিছুমনে করছেন, ‘এখানের সবাই দারুণ। হামজা ভাই, সামিত ভাইয়ের সঙ্গে প্রথমবার দেখা করেছি। কোচ ও অন্যান্য সতীর্থ, যাঁদের সঙ্গে দেখা হয়েছে, সবাই অসাধারণ। আমি তাদের অবশ্যই মিস করব। সত্যিই এখানে দারুণ সময় কাটিয়েছি। এটা আমার কাছে অনেক বিশেষ কিছু।’

এশিয়ান কাপ বাছাইয়ে দুই ম্যাচ শেষে ভারতের পয়েন্ট এক। দুই ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্টও এক। হামজাদের দল তিনে। দুই ম্যাচে এক ড্র ও এক জয়ে চার পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ দুইয়ে যথাক্রমে সিঙ্গাপুর ও হংকং। আসরের পরের রাউন্ড অক্টোবরে। তৃতীয় রাউন্ডে ৯ অক্টোবর হংকংকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। ১৪ অক্টোবর হংকংয়ে গিয়ে ম্যাচ খেলবে হামজা-ফাহামেদুলরা। তার আগে এখনও কোনো প্রীতি ম্যাচের কথা জানা যায়নি।

 

নতুনকথা/এমএএম

ট্যাগস :

ঢাকায় নিজ বাসা থেকে জামায়াত নেতার মরদেহ উদ্ধার

আশ্বাস দিলেন ফাহামেদুল

আপডেট সময় ০৯:৫৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫

বাংলাদেশের জার্সিতে দুটি ম্যাচ খেলে ফেলেছেন ফাহামেদুল ইসলাম। দেখিয়েছেন নৈপূণ্য। বল নিয়ে দ্রুত গতিতে এগোনো আর পাসিং দক্ষতা আলাদা করেছে তরুণ তুর্কিকে। ফাহামেদুলরা অবশ্য মঙ্গলবার জিততে পারেননি। ভালো খেলেও সিঙ্গাপুরের কাছে হেরেছে ২-১ ব্যবধানে। প্রত্যাশার ম্যাচে অমন হারে স্বভাবতই মন খারাপ ১৮ বর্ষী তারকার।

আজ টিম হোটেল ছেড়ে যাওয়ার আগে সংবাদ মাধ্যমে ফাহামেদুল শুনিয়েছেন প্রত্যয়, ‘আমাদের শুধু নিজেদের কাজের ওপর ফোকাস রাখতে হবে। এর বাইরে আর কিছুই নয়।

 

মঙ্গলবার রাতেই অনেকে ছেড়েছে টিম হোটেল। হামজা চৌধুরী ও সামিত সোম সকালেই ছেড়েছেন দেশ। ফাহামেদুল যাচ্ছেন তার জেলা শহর ফেনীতে। তার আগে তরুণ এই ফরোয়ার্ড বলেছেন সিঙ্গাপুর ম্যাচের কথা, ‘আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। পুরোটা দিয়েছি। আমরা দুর্ভাগা। দিনটা আমাদের ছিল না। পরের ম্যাচে সর্বোচ্চটা দেব। জিতব ইনশাআল্লাহ।’

ফাহামেদুলকে দলে নেওয়া নিয়ে কত না কাণ্ড! জাতীয় দলের অনুশীলনে যোগ দেওয়া এবং সেখান থেকেই তাকে ফেরত পাঠানো, এরপর আরও কত ঘটনা। সবশেষ ভুটানের বিপক্ষে অভিষেক হয়ে যায় ফাহামেদুলের। ওই ম্যাচটি বাংলাদেশ জেতে ২-০ ব্যবধানে। খেলেছেন সিঙ্গাপুরের বিপক্ষেও। এই সময়ে কোচ ও সতীর্থদের সঙ্গে দারুণ সময় কাটিয়েছেন বলেই জানিয়েছেন ফাহামেদুল।

 

তরুণ ফরোয়ার্ড খেলার সুযোগটিকে দারুণ কিছুমনে করছেন, ‘এখানের সবাই দারুণ। হামজা ভাই, সামিত ভাইয়ের সঙ্গে প্রথমবার দেখা করেছি। কোচ ও অন্যান্য সতীর্থ, যাঁদের সঙ্গে দেখা হয়েছে, সবাই অসাধারণ। আমি তাদের অবশ্যই মিস করব। সত্যিই এখানে দারুণ সময় কাটিয়েছি। এটা আমার কাছে অনেক বিশেষ কিছু।’

এশিয়ান কাপ বাছাইয়ে দুই ম্যাচ শেষে ভারতের পয়েন্ট এক। দুই ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্টও এক। হামজাদের দল তিনে। দুই ম্যাচে এক ড্র ও এক জয়ে চার পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ দুইয়ে যথাক্রমে সিঙ্গাপুর ও হংকং। আসরের পরের রাউন্ড অক্টোবরে। তৃতীয় রাউন্ডে ৯ অক্টোবর হংকংকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। ১৪ অক্টোবর হংকংয়ে গিয়ে ম্যাচ খেলবে হামজা-ফাহামেদুলরা। তার আগে এখনও কোনো প্রীতি ম্যাচের কথা জানা যায়নি।

 

নতুনকথা/এমএএম