ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজবাড়ী জেলা ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক কমরেড আরমান আলীর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক বীরমুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বাবুর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক বিমান দুর্ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পার্বত্য চুক্তি বাতিলের কথা ইতিহাস মুছে ফেলার আয়োজন। রাজনীতির নতুন মুখোশ, বামপন্থার বিভ্রান্তি ও ভবিষ্যতের সন্ধান চাঁদপুরে সিনিয়র যুব রেড ক্রিসেন্ট ফোরামের নতুন কমিটি গঠন কাবুলে আসন্ন পানি সংকট গোপালগঞ্জে জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে পুরান ঢাকায় বিএনপির বিক্ষোভ আবুল বারাকত এতদিন বাইরে ছিলেন সেটাই অনেক!

গলে থেমে গেল টেস্টের উত্তাপ, দ্বিতীয় দিনে বাংলাদেশের আধিপত্য

গলের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জমে উঠেছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট। দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ম্যাচ যখন উত্তেজনাপূর্ণ অবস্থায়, ঠিক তখনই বাধ সাধে বেরসিক বৃষ্টি। ১৩০তম ওভারের দ্বিতীয় বল শেষে আম্পায়াররা খেলা বন্ধের নির্দেশ দেন, মাত্র ১৩ মিনিট পরেই নামে বৃষ্টি। আপাতত খেলা বন্ধ রয়েছে এবং আবহাওয়া পূর্বাভাস বলছে, বৃষ্টি দীর্ঘস্থায়ী হতে পারে।

তবে বৃষ্টি নামার আগ পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় দিন পর্যন্ত সংগ্রহ ৪২৩ রান ৪ উইকেটে। ক্রিজে জমে থাকা দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও লিটন দাস তুলে নিয়েছেন একটি দৃঢ় ও আত্মবিশ্বাসী জুটি- মুশফিক অপরাজিত ১৫৯ রানে, লিটন খেলছেন ৬১ রানে।

প্রথম দিনের ২৯২ রানে তিন উইকেট হারানো বাংলাদেশের হাল ধরেন অধিনায়ক শান্ত ও মুশফিক। শান্ত তাঁর দারুণ ফর্ম ধরে রেখে তুলে নেন ১৪৮ রানের এক অনবদ্য ইনিংস। দুজনে গড়েন ২৬৪ রানের পার্টনারশিপ—যা গোটা ইনিংসের মেরুদণ্ড।

মুশফিক ছিলেন বরাবরের মতো পরিণত ও ধৈর্যশীল। দিনের শুরু থেকেই গড়ে তোলেন এক নির্ভরযোগ্য ইনিংস, আর পৌঁছে যান টেস্ট ক্যারিয়ারের ১২তম শতক পেরিয়ে ১৫০ রানের ঘরেও। এই ইনিংসে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ‘বল না করে’ (Not Out/Retired hurt ছাড়া) সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের তালিকায় অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্টকেও পেছনে ফেলেছেন।

লিটন দাস ছিলেন আরও সরব। দ্রুত অর্ধশতক তুলে দলের রানের গতি ধরে রাখেন। তাঁর ইনিংসে দেখা গেছে নিয়ন্ত্রিত আগ্রাসন, যা মুশফিকের ধীরস্থির ব্যাটিংয়ের সঙ্গে গড়ে তুলেছে ভারসাম্যপূর্ণ এক জুটি।

বোলিংয়ে আজও হতাশ করেছে স্বাগতিক শ্রীলঙ্কা। ১৩০ ওভারের দীর্ঘ সংগ্রামে মাত্র ৪ উইকেট তুলে নিতে সক্ষম হয়েছে তারা। থারিন্দু রাথনায়েকে ও আসিথা ফার্নান্দো নেন দুটি করে উইকেট, তবে রানরেট নিয়ন্ত্রণে রাখতে পারেননি কেউই। বিশেষ করে রাথনায়েকের ৪৫ ওভারে ১৭৯ রান খরচ চোখে পড়ার মতো।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ প্রথম ইনিংস: ৪২৩/৪ (১৩০.২ ওভার)
শান্ত ১৪৮, মুশফিক ১৫৯*, লিটন ৬১*
থারিন্দু ২/১৭৯, ফার্নান্দো ২/৭১

বৃষ্টির কারণে আপাতত খেলা বন্ধ। গল টেস্টে বাংলাদেশের দাপুটে পারফরম্যান্সের সামনে আপাতত বাধা কেবল প্রকৃতিই। পরবর্তী আপডেটের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

 

নতুন কথা/এএস

রাজবাড়ী জেলা ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক কমরেড আরমান আলীর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক

গলে থেমে গেল টেস্টের উত্তাপ, দ্বিতীয় দিনে বাংলাদেশের আধিপত্য

আপডেট সময় ০৪:১৯:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫

গলের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জমে উঠেছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট। দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ম্যাচ যখন উত্তেজনাপূর্ণ অবস্থায়, ঠিক তখনই বাধ সাধে বেরসিক বৃষ্টি। ১৩০তম ওভারের দ্বিতীয় বল শেষে আম্পায়াররা খেলা বন্ধের নির্দেশ দেন, মাত্র ১৩ মিনিট পরেই নামে বৃষ্টি। আপাতত খেলা বন্ধ রয়েছে এবং আবহাওয়া পূর্বাভাস বলছে, বৃষ্টি দীর্ঘস্থায়ী হতে পারে।

তবে বৃষ্টি নামার আগ পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় দিন পর্যন্ত সংগ্রহ ৪২৩ রান ৪ উইকেটে। ক্রিজে জমে থাকা দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও লিটন দাস তুলে নিয়েছেন একটি দৃঢ় ও আত্মবিশ্বাসী জুটি- মুশফিক অপরাজিত ১৫৯ রানে, লিটন খেলছেন ৬১ রানে।

প্রথম দিনের ২৯২ রানে তিন উইকেট হারানো বাংলাদেশের হাল ধরেন অধিনায়ক শান্ত ও মুশফিক। শান্ত তাঁর দারুণ ফর্ম ধরে রেখে তুলে নেন ১৪৮ রানের এক অনবদ্য ইনিংস। দুজনে গড়েন ২৬৪ রানের পার্টনারশিপ—যা গোটা ইনিংসের মেরুদণ্ড।

মুশফিক ছিলেন বরাবরের মতো পরিণত ও ধৈর্যশীল। দিনের শুরু থেকেই গড়ে তোলেন এক নির্ভরযোগ্য ইনিংস, আর পৌঁছে যান টেস্ট ক্যারিয়ারের ১২তম শতক পেরিয়ে ১৫০ রানের ঘরেও। এই ইনিংসে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ‘বল না করে’ (Not Out/Retired hurt ছাড়া) সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের তালিকায় অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্টকেও পেছনে ফেলেছেন।

লিটন দাস ছিলেন আরও সরব। দ্রুত অর্ধশতক তুলে দলের রানের গতি ধরে রাখেন। তাঁর ইনিংসে দেখা গেছে নিয়ন্ত্রিত আগ্রাসন, যা মুশফিকের ধীরস্থির ব্যাটিংয়ের সঙ্গে গড়ে তুলেছে ভারসাম্যপূর্ণ এক জুটি।

বোলিংয়ে আজও হতাশ করেছে স্বাগতিক শ্রীলঙ্কা। ১৩০ ওভারের দীর্ঘ সংগ্রামে মাত্র ৪ উইকেট তুলে নিতে সক্ষম হয়েছে তারা। থারিন্দু রাথনায়েকে ও আসিথা ফার্নান্দো নেন দুটি করে উইকেট, তবে রানরেট নিয়ন্ত্রণে রাখতে পারেননি কেউই। বিশেষ করে রাথনায়েকের ৪৫ ওভারে ১৭৯ রান খরচ চোখে পড়ার মতো।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ প্রথম ইনিংস: ৪২৩/৪ (১৩০.২ ওভার)
শান্ত ১৪৮, মুশফিক ১৫৯*, লিটন ৬১*
থারিন্দু ২/১৭৯, ফার্নান্দো ২/৭১

বৃষ্টির কারণে আপাতত খেলা বন্ধ। গল টেস্টে বাংলাদেশের দাপুটে পারফরম্যান্সের সামনে আপাতত বাধা কেবল প্রকৃতিই। পরবর্তী আপডেটের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

 

নতুন কথা/এএস