গণতন্ত্রী পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য, বীরমুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ শান্তি পরিষদের কোষাধ্যক্ষ মাহমুদুর রহমান বাবু আর নেই। রোববার (২৭ জুলাই) সকাল ১০টায় ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, পার্টির সহযোদ্ধা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। পার্টির ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা কমরেড মাহমুদুল হাসান মানিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড নুর আহমদ বকুল এক শোক বিবৃতিতে মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মাহমুদুর রহমান বাবু আজীবন অসাম্প্রদায়িক ও শোষণহীন সমাজ গঠনের সংগ্রাম এবং গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে লড়াই করে গেছেন। তার মৃত্যু দেশের প্রগতিশীল আন্দোলনের জন্য এক অপূরণীয় ক্ষতি।
নতুনকখা/এএস
নিজস্ব প্রতিবেদক: 









