ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় নিজ বাসা থেকে জামায়াত নেতার মরদেহ উদ্ধার ত্বকের বলিরেখা কমাতে যেসব প্রাকৃতিক তেল হতে পারে ভরসা ভারতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ আইসিসির, অবস্থানে অটল বিসিবি ইরানে নজিরবিহীন বিক্ষোভে নিহত প্রায় ২ হাজার মানুষ: সরকারি কর্মকর্তা বিএনপি নেতা ডাবলুর মৃত্যু: অভিযানে অংশ নেওয়া সব সেনাসদস্য প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন জ্বালানি সরবরাহ বড় চ্যালেঞ্জ, তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় সরকার: সালেহউদ্দিন আহমেদ আগামী নির্বাচনই নির্ধারণ করবে বাংলাদেশের অগ্রযাত্রা : সালাহউদ্দিন আহমদ সবোজলাইয়ের নায়ক-খলনায়ক রাতেও বার্নসলিকে উড়িয়ে চতুর্থ রাউন্ডে লিভারপুল জীবনদর্শনের দূরত্বেই ফাটল: যে কারণে টেকেনি তাহসান-রোজার সংসার শিক্ষা শুধু চাকরির কারখানা নয়, সৃজনশীল মানুষ গড়ার পথ: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই : প্রেস সচিব

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:০৫:০৪ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নেই, এ বিষয়ে সরকারের অবস্থান একেবারেই পরিষ্কার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন ইতোমধ্যে আওয়ামী লীগের দলীয় নিবন্ধন বাতিল করেছে। ফলে আইনগতভাবেই দলটি আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না। এ নিয়ে সরকারের অবস্থানে কোনো দ্বিধা নেই বলেও স্পষ্ট করেন তিনি।

ব্রিফিংয়ে ময়মনসিংহে দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে প্রেস সচিব বলেন, এই নৃশংস হত্যার ঘটনায় সরকার তীব্র নিন্দা জানিয়েছে। ভিডিও ও ভিজ্যুয়াল ফুটেজ বিশ্লেষণ করে এ পর্যন্ত অন্তত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, আইন উপদেষ্টার সিদ্ধান্ত অনুযায়ী মামলাটি দ্রুত বিচার আইনে পরিচালিত হবে।

সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা প্রসঙ্গে শফিকুল আলম বলেন, সরকার এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দুর্গাপূজা ও অন্যান্য বড় ধর্মীয় উৎসবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল, যা তারই প্রমাণ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, সরকার তার প্রত্যাবর্তনকে স্বাগত জানায়। তার নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। তারা যতটুকু নিরাপত্তা সহায়তা চাচ্ছেন, সরকার তা বিবেচনা করে সহযোগিতা করছে বলেও জানান তিনি।

এ সময় ডেইলি স্টার ও প্রথম আলোর কার্যালয়ে হামলার ঘটনায় সর্বশেষ অগ্রগতি তুলে ধরে শফিকুল আলম জানান, এই ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ফুটেজ ও ভিজ্যুয়াল প্রমাণের ভিত্তিতেই এসব গ্রেপ্তার করা হয়েছে এবং অনেকের কাছ থেকে সংশ্লিষ্ট আলামত উদ্ধার করা হয়েছে।

নতুন কথা/এসআর

 

জনপ্রিয় সংবাদ

ঢাকায় নিজ বাসা থেকে জামায়াত নেতার মরদেহ উদ্ধার

আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই : প্রেস সচিব

আপডেট সময় ০৮:০৫:০৪ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নেই, এ বিষয়ে সরকারের অবস্থান একেবারেই পরিষ্কার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন ইতোমধ্যে আওয়ামী লীগের দলীয় নিবন্ধন বাতিল করেছে। ফলে আইনগতভাবেই দলটি আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না। এ নিয়ে সরকারের অবস্থানে কোনো দ্বিধা নেই বলেও স্পষ্ট করেন তিনি।

ব্রিফিংয়ে ময়মনসিংহে দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে প্রেস সচিব বলেন, এই নৃশংস হত্যার ঘটনায় সরকার তীব্র নিন্দা জানিয়েছে। ভিডিও ও ভিজ্যুয়াল ফুটেজ বিশ্লেষণ করে এ পর্যন্ত অন্তত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, আইন উপদেষ্টার সিদ্ধান্ত অনুযায়ী মামলাটি দ্রুত বিচার আইনে পরিচালিত হবে।

সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা প্রসঙ্গে শফিকুল আলম বলেন, সরকার এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দুর্গাপূজা ও অন্যান্য বড় ধর্মীয় উৎসবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল, যা তারই প্রমাণ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, সরকার তার প্রত্যাবর্তনকে স্বাগত জানায়। তার নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। তারা যতটুকু নিরাপত্তা সহায়তা চাচ্ছেন, সরকার তা বিবেচনা করে সহযোগিতা করছে বলেও জানান তিনি।

এ সময় ডেইলি স্টার ও প্রথম আলোর কার্যালয়ে হামলার ঘটনায় সর্বশেষ অগ্রগতি তুলে ধরে শফিকুল আলম জানান, এই ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ফুটেজ ও ভিজ্যুয়াল প্রমাণের ভিত্তিতেই এসব গ্রেপ্তার করা হয়েছে এবং অনেকের কাছ থেকে সংশ্লিষ্ট আলামত উদ্ধার করা হয়েছে।

নতুন কথা/এসআর