ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪৮ ঘণ্টার মধ্যে জবাব না দিলে বিসিবি পরিচালক পদ হারাতে পারেন নাজমুল বিয়ের পিঁড়িতে ধানুশ-ম্রুণাল, গুঞ্জন নাকি সত্যি? পাবনা-১ ও ২ আসনে নির্বাচনের নতুন তফসিল ঘোষণা কমেছে ডিমের দাম, মাছ-মুরগির বাজারে স্বস্তি নেই উত্তরায় আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত বেড়ে পাঁচ ঢাকায় নিজ বাসা থেকে জামায়াত নেতার মরদেহ উদ্ধার ত্বকের বলিরেখা কমাতে যেসব প্রাকৃতিক তেল হতে পারে ভরসা ভারতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ আইসিসির, অবস্থানে অটল বিসিবি ইরানে নজিরবিহীন বিক্ষোভে নিহত প্রায় ২ হাজার মানুষ: সরকারি কর্মকর্তা বিএনপি নেতা ডাবলুর মৃত্যু: অভিযানে অংশ নেওয়া সব সেনাসদস্য প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন

১৯ বছর পর বাবার কবরে তারেক রহমান, আবেগে নীরব জিয়া উদ্যান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:২৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

দীর্ঘ ১৯ বছর পর বাবার কবরে দাঁড়ানোর সুযোগ পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি তিনি। বাবার কবরের পাশে নীরবে দাঁড়িয়ে থাকা সেই মুহূর্তে তার চোখ ভিজে ওঠে, সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জিয়া উদ্যান পৌঁছান তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণ, জিয়ারত ও মোনাজাত শেষে তিনি কিছুক্ষণ নীরবে বাবার কবরে দাঁড়িয়ে থাকেন। এ সময় উপস্থিত নেতাকর্মীদের অনেককেই আবেগাপ্লুত হতে দেখা যায়।

জিয়ারতকালে তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্যরা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, এর আগে ২০০৬ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তারেক রহমান সর্বশেষ শহীদ জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছিলেন। রাজনৈতিক পটপরিবর্তন এবং দীর্ঘ নির্বাসিত জীবনের কারণে এরপর আর দেশে এসে বাবার কবর জিয়ারত করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরেন তারেক রহমান। ফেরার দিন রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় বিএনপির পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। পরে অসুস্থ মা বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান এবং সেখান থেকে গুলশানের বাসভবনে ফেরেন।

আজ দুপুর থেকেই তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে জিয়া উদ্যান এলাকায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। ব্যানার-ফেস্টুন হাতে কয়েক হাজার নেতাকর্মী সেখানে জড়ো হন। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, বিজিবি, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়। সাদা পোশাকের নিরাপত্তা সদস্যদেরও সতর্ক অবস্থানে দেখা যায়।

এরপর তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন বলে জানিয়েছেন দলের দায়িত্বশীল সূত্র।

নতুন কথা/এসআর

 

৪৮ ঘণ্টার মধ্যে জবাব না দিলে বিসিবি পরিচালক পদ হারাতে পারেন নাজমুল

১৯ বছর পর বাবার কবরে তারেক রহমান, আবেগে নীরব জিয়া উদ্যান

আপডেট সময় ০৭:২৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

দীর্ঘ ১৯ বছর পর বাবার কবরে দাঁড়ানোর সুযোগ পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি তিনি। বাবার কবরের পাশে নীরবে দাঁড়িয়ে থাকা সেই মুহূর্তে তার চোখ ভিজে ওঠে, সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জিয়া উদ্যান পৌঁছান তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণ, জিয়ারত ও মোনাজাত শেষে তিনি কিছুক্ষণ নীরবে বাবার কবরে দাঁড়িয়ে থাকেন। এ সময় উপস্থিত নেতাকর্মীদের অনেককেই আবেগাপ্লুত হতে দেখা যায়।

জিয়ারতকালে তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্যরা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, এর আগে ২০০৬ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তারেক রহমান সর্বশেষ শহীদ জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছিলেন। রাজনৈতিক পটপরিবর্তন এবং দীর্ঘ নির্বাসিত জীবনের কারণে এরপর আর দেশে এসে বাবার কবর জিয়ারত করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরেন তারেক রহমান। ফেরার দিন রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় বিএনপির পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। পরে অসুস্থ মা বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান এবং সেখান থেকে গুলশানের বাসভবনে ফেরেন।

আজ দুপুর থেকেই তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে জিয়া উদ্যান এলাকায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। ব্যানার-ফেস্টুন হাতে কয়েক হাজার নেতাকর্মী সেখানে জড়ো হন। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, বিজিবি, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়। সাদা পোশাকের নিরাপত্তা সদস্যদেরও সতর্ক অবস্থানে দেখা যায়।

এরপর তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন বলে জানিয়েছেন দলের দায়িত্বশীল সূত্র।

নতুন কথা/এসআর