ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাষাসংগ্রামী আহমদ রফিকের মরদেহ শনিবার শহীদ মিনারে নেওয়া হবে রাজবাড়ী জেলা ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক কমরেড আরমান আলীর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক বীরমুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বাবুর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক বিমান দুর্ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পার্বত্য চুক্তি বাতিলের কথা ইতিহাস মুছে ফেলার আয়োজন। রাজনীতির নতুন মুখোশ, বামপন্থার বিভ্রান্তি ও ভবিষ্যতের সন্ধান চাঁদপুরে সিনিয়র যুব রেড ক্রিসেন্ট ফোরামের নতুন কমিটি গঠন কাবুলে আসন্ন পানি সংকট গোপালগঞ্জে জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে পুরান ঢাকায় বিএনপির বিক্ষোভ

৫ দিনে চিকিৎসা নিলেন দেড় হাজার, কোরবানির ঈদে জবাইতে আহত ১৩৮

কোরবানির ঈদের আগে ও পরে মাত্র পাঁচ দিনে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসা নিয়েছেন দেড় হাজারেরও বেশি মানুষ। তাদের মধ্যে মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশা দুর্ঘটনায় আহত হয়েছেন এক হাজারের বেশি, আর কোরবানির পশু জবাই করতে গিয়ে আহত হয়েছেন ১৩৮ জন।

পঙ্গু হাসপাতালের জরুরি বিভাগের হলঘরগুলো এখন রোগী ও তাদের স্বজনদের ভিড়ে ঠাসা। দীর্ঘ লাইন, অপেক্ষার ক্লান্তি আর হতাশার ছাপ চোখে পড়ে সবাইর মুখে। অনেকের হাতে ও পায়ে গুরুতর চোট, এমনকি এমন কেউ আছেন যাদের সারাজীবনের জন্য পঙ্গু হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ফরিদপুর থেকে আসা আরমান হোসেনের বাবা আশিক হোসেন কাঁদতে কাঁদতে বলেন, ঈদের আগের রাতে ছেলেকে মোটরসাইকেল দুর্ঘটনায় আঘাত লেগেছে। এক হাত পুরোপুরি ভেঙে গেছে। ঈদ আমাদের পরিবারের কাছে সুখবর নয়, হাসপাতালেই কাটালাম।

অন্যদিকে, কিশোরগঞ্জের ইসলাম উদ্দিন জানান, “জরুরি বিভাগে এক ঘণ্টা অপেক্ষা করেও শয্যা পাচ্ছি না। কিন্তু আর কোনো জায়গা নেই।

পঙ্গু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কেনান বলেন, প্রতিবছরই কোরবানির সময় দুর্ঘটনা বেড়ে যায়। তাই রোগীর চাপ স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি।

পাঁচ দিনের এই পরিস্থিতিতে হাসপাতালে ১,৫২০ জন চিকিৎসা নিয়েছেন, যার মধ্যে ভর্তি হয়েছেন ৪২২ জন এবং অস্ত্রোপচার করেছেন ৪৬৬ জন। শুধুমাত্র গত ঈদের দিনে চিকিৎসা নিয়েছেন ৩২৫ জন, ভর্তি হয়েছেন ১২২ জন এবং অস্ত্রোপচার হয়েছে ১০২ জনের।

চিকিৎসকরা সতর্ক করে বলেন, সড়ক দুর্ঘটনার সঙ্গে কোরবানির পশু জবাইয়ের দুর্ঘটনা মিলিয়ে এই সময়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চিকিৎসা ব্যবস্থা অতিরিক্ত চাপের মধ্যে পড়েছে। সবাইকে বিশেষ করে কোরবানির সময় বেশি সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।

নতুনকথা/এএস

জনপ্রিয় সংবাদ

ভাষাসংগ্রামী আহমদ রফিকের মরদেহ শনিবার শহীদ মিনারে নেওয়া হবে

৫ দিনে চিকিৎসা নিলেন দেড় হাজার, কোরবানির ঈদে জবাইতে আহত ১৩৮

আপডেট সময় ১২:১৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫

কোরবানির ঈদের আগে ও পরে মাত্র পাঁচ দিনে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসা নিয়েছেন দেড় হাজারেরও বেশি মানুষ। তাদের মধ্যে মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশা দুর্ঘটনায় আহত হয়েছেন এক হাজারের বেশি, আর কোরবানির পশু জবাই করতে গিয়ে আহত হয়েছেন ১৩৮ জন।

পঙ্গু হাসপাতালের জরুরি বিভাগের হলঘরগুলো এখন রোগী ও তাদের স্বজনদের ভিড়ে ঠাসা। দীর্ঘ লাইন, অপেক্ষার ক্লান্তি আর হতাশার ছাপ চোখে পড়ে সবাইর মুখে। অনেকের হাতে ও পায়ে গুরুতর চোট, এমনকি এমন কেউ আছেন যাদের সারাজীবনের জন্য পঙ্গু হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ফরিদপুর থেকে আসা আরমান হোসেনের বাবা আশিক হোসেন কাঁদতে কাঁদতে বলেন, ঈদের আগের রাতে ছেলেকে মোটরসাইকেল দুর্ঘটনায় আঘাত লেগেছে। এক হাত পুরোপুরি ভেঙে গেছে। ঈদ আমাদের পরিবারের কাছে সুখবর নয়, হাসপাতালেই কাটালাম।

অন্যদিকে, কিশোরগঞ্জের ইসলাম উদ্দিন জানান, “জরুরি বিভাগে এক ঘণ্টা অপেক্ষা করেও শয্যা পাচ্ছি না। কিন্তু আর কোনো জায়গা নেই।

পঙ্গু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কেনান বলেন, প্রতিবছরই কোরবানির সময় দুর্ঘটনা বেড়ে যায়। তাই রোগীর চাপ স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি।

পাঁচ দিনের এই পরিস্থিতিতে হাসপাতালে ১,৫২০ জন চিকিৎসা নিয়েছেন, যার মধ্যে ভর্তি হয়েছেন ৪২২ জন এবং অস্ত্রোপচার করেছেন ৪৬৬ জন। শুধুমাত্র গত ঈদের দিনে চিকিৎসা নিয়েছেন ৩২৫ জন, ভর্তি হয়েছেন ১২২ জন এবং অস্ত্রোপচার হয়েছে ১০২ জনের।

চিকিৎসকরা সতর্ক করে বলেন, সড়ক দুর্ঘটনার সঙ্গে কোরবানির পশু জবাইয়ের দুর্ঘটনা মিলিয়ে এই সময়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চিকিৎসা ব্যবস্থা অতিরিক্ত চাপের মধ্যে পড়েছে। সবাইকে বিশেষ করে কোরবানির সময় বেশি সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।

নতুনকথা/এএস