ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজবাড়ী জেলা ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক কমরেড আরমান আলীর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক বীরমুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বাবুর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক বিমান দুর্ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পার্বত্য চুক্তি বাতিলের কথা ইতিহাস মুছে ফেলার আয়োজন। রাজনীতির নতুন মুখোশ, বামপন্থার বিভ্রান্তি ও ভবিষ্যতের সন্ধান চাঁদপুরে সিনিয়র যুব রেড ক্রিসেন্ট ফোরামের নতুন কমিটি গঠন কাবুলে আসন্ন পানি সংকট গোপালগঞ্জে জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে পুরান ঢাকায় বিএনপির বিক্ষোভ আবুল বারাকত এতদিন বাইরে ছিলেন সেটাই অনেক!

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪৯ জন নতুন রোগী শনাক্ত একদিনে

ডেঙ্গুর বিস্তার যেন থামছেই না। দেশের হাসপাতালগুলোতে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২৪৯ জন নতুন রোগী। একই সময়ে মারণ এই ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।

রোববার (১৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি হওয়া ২৪৯ জন রোগীর মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে বরিশাল বিভাগে- ১৩৪ জন। চট্টগ্রামে ৩৯ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৩৫ জন, ঢাকা উত্তর সিটিতে ৮ জন এবং সিটি কর্পোরেশনের বাইরের ঢাকা জেলায় ৯ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এছাড়াও, খুলনায় ৮ জন, রাজশাহীতে ৫ জন, ময়মনসিংহে ৭ জন, রংপুরে ৩ জন এবং সিলেট বিভাগে ১ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২২২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে মোট ৫ হাজার ২৯৯ জন রোগী চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট ৫ হাজার ৯৮৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে প্রাণ হারিয়েছেন ৩০ জন।

২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন, আর মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। এর আগের বছর ২০২৩-এ পরিস্থিতি ছিল আরও ভয়াবহ—সেই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১ হাজার ৭০৫ জন, আর হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বারবার সতর্ক করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের মতে, ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে হলে কেবল হাসপাতাল নির্ভরতা নয়, সমন্বিত প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। নিয়মিতভাবে পানি জমে থাকা স্থান পরিষ্কার রাখা, সচেতনতামূলক প্রচারণা জোরদার করা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যকর পদক্ষেপই পারে এই বিপর্যয় ঠেকাতে।

 

নতুন কথা/এএস

রাজবাড়ী জেলা ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক কমরেড আরমান আলীর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪৯ জন নতুন রোগী শনাক্ত একদিনে

আপডেট সময় ১২:৩০:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫

ডেঙ্গুর বিস্তার যেন থামছেই না। দেশের হাসপাতালগুলোতে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২৪৯ জন নতুন রোগী। একই সময়ে মারণ এই ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।

রোববার (১৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি হওয়া ২৪৯ জন রোগীর মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে বরিশাল বিভাগে- ১৩৪ জন। চট্টগ্রামে ৩৯ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৩৫ জন, ঢাকা উত্তর সিটিতে ৮ জন এবং সিটি কর্পোরেশনের বাইরের ঢাকা জেলায় ৯ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এছাড়াও, খুলনায় ৮ জন, রাজশাহীতে ৫ জন, ময়মনসিংহে ৭ জন, রংপুরে ৩ জন এবং সিলেট বিভাগে ১ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২২২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে মোট ৫ হাজার ২৯৯ জন রোগী চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট ৫ হাজার ৯৮৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে প্রাণ হারিয়েছেন ৩০ জন।

২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন, আর মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। এর আগের বছর ২০২৩-এ পরিস্থিতি ছিল আরও ভয়াবহ—সেই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১ হাজার ৭০৫ জন, আর হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বারবার সতর্ক করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের মতে, ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে হলে কেবল হাসপাতাল নির্ভরতা নয়, সমন্বিত প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। নিয়মিতভাবে পানি জমে থাকা স্থান পরিষ্কার রাখা, সচেতনতামূলক প্রচারণা জোরদার করা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যকর পদক্ষেপই পারে এই বিপর্যয় ঠেকাতে।

 

নতুন কথা/এএস