জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ‘জুলাইযোদ্ধাদের’ দায়মুক্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে আইন মন্ত্রণালয় একটি দায়মুক্তি অধ্যাদেশের খসড়া তৈরি করেছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।
পোস্টে আইন উপদেষ্টা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় জুলাইযোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছেন। এ কারণে তাদের দায়মুক্তি পাওয়ার অধিকার রয়েছে। ওই সময় ফ্যাসিস্ট শেখ হাসিনার সহযোগী ও খুনিদের বিরুদ্ধে তারা যে প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করেছিলেন, তার জন্য আইনগত দায়মুক্তি নিশ্চিত করা প্রয়োজন।
তিনি বলেন, এ ধরনের দায়মুক্তির আইন প্রণয়ন সম্পূর্ণ বৈধ। আরব বসন্তসহ বিভিন্ন দেশে গণ-অভ্যুত্থানের মাধ্যমে জনধিকৃত সরকারের পতনের পর সংশ্লিষ্ট আন্দোলনকারীদের জন্য দায়মুক্তির আইন প্রণয়নের নজির রয়েছে।
আইন উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদে দায়মুক্তি আইন প্রণয়নের সুযোগ স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। এছাড়া ১৯৭৩ সালে মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের জন্য দায়মুক্তি আইন প্রণয়ন করা হয়েছিল। এসব সাংবিধানিক বিধান ও ঐতিহাসিক নজিরের আলোকে আইন মন্ত্রণালয় এই অধ্যাদেশের খসড়া প্রস্তুত করেছে।
তিনি জানান, শিগগিরই এই খসড়া উপদেষ্টামণ্ডলীর বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। ‘ইনশাআল্লাহ, আগামী বৈঠকেই এটি তোলা হবে,’ উল্লেখ করে তিনি বলেন, জুলাইকে নিরাপদ রাখা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব।
নতুন কথা/এসআর
নিজস্ব সংবাদ : 




















