ঢাকা ১১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় নিজ বাসা থেকে জামায়াত নেতার মরদেহ উদ্ধার ত্বকের বলিরেখা কমাতে যেসব প্রাকৃতিক তেল হতে পারে ভরসা ভারতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ আইসিসির, অবস্থানে অটল বিসিবি ইরানে নজিরবিহীন বিক্ষোভে নিহত প্রায় ২ হাজার মানুষ: সরকারি কর্মকর্তা বিএনপি নেতা ডাবলুর মৃত্যু: অভিযানে অংশ নেওয়া সব সেনাসদস্য প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন জ্বালানি সরবরাহ বড় চ্যালেঞ্জ, তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় সরকার: সালেহউদ্দিন আহমেদ আগামী নির্বাচনই নির্ধারণ করবে বাংলাদেশের অগ্রযাত্রা : সালাহউদ্দিন আহমদ সবোজলাইয়ের নায়ক-খলনায়ক রাতেও বার্নসলিকে উড়িয়ে চতুর্থ রাউন্ডে লিভারপুল জীবনদর্শনের দূরত্বেই ফাটল: যে কারণে টেকেনি তাহসান-রোজার সংসার শিক্ষা শুধু চাকরির কারখানা নয়, সৃজনশীল মানুষ গড়ার পথ: প্রধান উপদেষ্টা

১৮ এপ্রিল শুরু হজ ফ্লাইট, এজেন্সি ও এয়ারলাইন্সের জন্য ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:২২:৫২ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামী ১৮ এপ্রিল। হজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও সৌদি সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে হজ এজেন্সি এবং হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইন্সগুলোর জন্য নতুন নির্দেশনা জারি করেছে ধর্ম মন্ত্রণালয়। এ নির্দেশনায় সৌদি সরকারের নীতিমালা ও ‘হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৬’ কঠোরভাবে অনুসরণের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) ধর্ম মন্ত্রণালয় এ সংক্রান্ত চিঠি হজ এজেন্সি মালিকদের পাশাপাশি হজযাত্রী পরিবহনকারী তিনটি এয়ারলাইন্সের কাছে পাঠিয়েছে। চিঠিতে জানানো হয়, হিজরি ১৪৪৭ সন অনুযায়ী ২০২৬ সালের হজযাত্রীদের প্রি-হজ ফ্লাইট আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হবে।

সৌদি সরকারের নির্দেশনার কথা উল্লেখ করে চিঠিতে বলা হয়, একই সার্ভিস কোম্পানির আওতাভুক্ত হজযাত্রীদের অবশ্যই একই ফ্লাইটে সৌদি আরবে পাঠাতে হবে। এতে করে সেখানে পরিবহন, আবাসন ও সার্ভিস ব্যবস্থাপনা সহজ ও সমন্বিত হবে।

এ ছাড়া ‘হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৬’ অনুযায়ী প্রতিটি হজ এজেন্সিকে তাদের মোট হজযাত্রীর অন্তত ২০ শতাংশকে প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী পর্যায়ে সৌদি আরবে পাঠাতে হবে। পাশাপাশি প্রথম ও শেষ পর্যায়ে অবশিষ্ট হজযাত্রীর ৩০ থেকে ৫০ শতাংশ পরিবহন নিশ্চিত করতে হবে।

তবে কোনো এজেন্সির ক্ষেত্রে প্রি-হজ ফ্লাইটের প্রথম বা শেষ পর্যায়ে ৩০ শতাংশের কম কিংবা ৫০ শতাংশের বেশি টিকিট ইস্যু করা যাবে না বলেও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

এই পরিস্থিতিতে নির্ধারিত নির্দেশনা অনুযায়ী ফ্লাইট ব্যবস্থাপনা, টিকিট ইস্যু এবং সার্বিক প্রস্তুতি সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সব হজ এজেন্সি ও এয়ারলাইন্সকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

নতুন কথা/এসআর

 

ট্যাগস :

ঢাকায় নিজ বাসা থেকে জামায়াত নেতার মরদেহ উদ্ধার

১৮ এপ্রিল শুরু হজ ফ্লাইট, এজেন্সি ও এয়ারলাইন্সের জন্য ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

আপডেট সময় ০৭:২২:৫২ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬

চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামী ১৮ এপ্রিল। হজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও সৌদি সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে হজ এজেন্সি এবং হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইন্সগুলোর জন্য নতুন নির্দেশনা জারি করেছে ধর্ম মন্ত্রণালয়। এ নির্দেশনায় সৌদি সরকারের নীতিমালা ও ‘হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৬’ কঠোরভাবে অনুসরণের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) ধর্ম মন্ত্রণালয় এ সংক্রান্ত চিঠি হজ এজেন্সি মালিকদের পাশাপাশি হজযাত্রী পরিবহনকারী তিনটি এয়ারলাইন্সের কাছে পাঠিয়েছে। চিঠিতে জানানো হয়, হিজরি ১৪৪৭ সন অনুযায়ী ২০২৬ সালের হজযাত্রীদের প্রি-হজ ফ্লাইট আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হবে।

সৌদি সরকারের নির্দেশনার কথা উল্লেখ করে চিঠিতে বলা হয়, একই সার্ভিস কোম্পানির আওতাভুক্ত হজযাত্রীদের অবশ্যই একই ফ্লাইটে সৌদি আরবে পাঠাতে হবে। এতে করে সেখানে পরিবহন, আবাসন ও সার্ভিস ব্যবস্থাপনা সহজ ও সমন্বিত হবে।

এ ছাড়া ‘হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৬’ অনুযায়ী প্রতিটি হজ এজেন্সিকে তাদের মোট হজযাত্রীর অন্তত ২০ শতাংশকে প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী পর্যায়ে সৌদি আরবে পাঠাতে হবে। পাশাপাশি প্রথম ও শেষ পর্যায়ে অবশিষ্ট হজযাত্রীর ৩০ থেকে ৫০ শতাংশ পরিবহন নিশ্চিত করতে হবে।

তবে কোনো এজেন্সির ক্ষেত্রে প্রি-হজ ফ্লাইটের প্রথম বা শেষ পর্যায়ে ৩০ শতাংশের কম কিংবা ৫০ শতাংশের বেশি টিকিট ইস্যু করা যাবে না বলেও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

এই পরিস্থিতিতে নির্ধারিত নির্দেশনা অনুযায়ী ফ্লাইট ব্যবস্থাপনা, টিকিট ইস্যু এবং সার্বিক প্রস্তুতি সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সব হজ এজেন্সি ও এয়ারলাইন্সকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

নতুন কথা/এসআর