ঢাকা ১১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় নিজ বাসা থেকে জামায়াত নেতার মরদেহ উদ্ধার ত্বকের বলিরেখা কমাতে যেসব প্রাকৃতিক তেল হতে পারে ভরসা ভারতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ আইসিসির, অবস্থানে অটল বিসিবি ইরানে নজিরবিহীন বিক্ষোভে নিহত প্রায় ২ হাজার মানুষ: সরকারি কর্মকর্তা বিএনপি নেতা ডাবলুর মৃত্যু: অভিযানে অংশ নেওয়া সব সেনাসদস্য প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন জ্বালানি সরবরাহ বড় চ্যালেঞ্জ, তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় সরকার: সালেহউদ্দিন আহমেদ আগামী নির্বাচনই নির্ধারণ করবে বাংলাদেশের অগ্রযাত্রা : সালাহউদ্দিন আহমদ সবোজলাইয়ের নায়ক-খলনায়ক রাতেও বার্নসলিকে উড়িয়ে চতুর্থ রাউন্ডে লিভারপুল জীবনদর্শনের দূরত্বেই ফাটল: যে কারণে টেকেনি তাহসান-রোজার সংসার শিক্ষা শুধু চাকরির কারখানা নয়, সৃজনশীল মানুষ গড়ার পথ: প্রধান উপদেষ্টা

গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে অবস্থান নেবে অন্তর্বর্তী সরকার : প্রেস সচিব

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৫৮:২৪ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

গণভোট অনুষ্ঠিত হলে অন্তর্বর্তী সরকার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সক্রিয়ভাবে প্রচারণা চালাবে, এতে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এ বিষয়ে সরকার আগেই আইনি মতামত নিয়েছে এবং দেশের শীর্ষ আইন বিশেষজ্ঞরা লিখিতভাবে জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নেওয়ার পূর্ণ আইনি বৈধতা রয়েছে।

রোববার (১১ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সংশ্লিষ্টদের অবহিত করেছেন যে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সব পক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে। নির্বাচন যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক বৈঠকে আসন্ন নির্বাচনে একটি বড় পর্যবেক্ষক দল পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে ইইউ। শফিকুল আলমের ভাষ্য অনুযায়ী, আগের তিনটি নির্বাচন তারা গ্রহণযোগ্য মনে না করায় তখন কোনো পর্যবেক্ষক দল পাঠায়নি। তবে বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন নিয়ে ইতিবাচক অগ্রগতি লক্ষ্য করছে তারা।

নির্বাচনী পরিবেশ নিয়ে কথা বলতে গিয়ে প্রেস সচিব বলেন, বর্তমানে দেশে একটি ভালো ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বিদ্যমান রয়েছে। সরকার কোনো রাজনৈতিক দলকে বাড়তি সুবিধা দিচ্ছে না এবং সবাই সমান সুযোগ পাচ্ছে।

তিনি সতর্ক করে বলেন, আসন্ন নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য ও বিভ্রান্তি ছড়ানো। পতিত সরকারের সংশ্লিষ্টরা এ ধরনের অপপ্রচার চালাতে পারে বলে আশঙ্কা রয়েছে। তবে এসব মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে নারী ও তরুণ ভোটারদের মধ্যে ভোট নিয়ে উল্লেখযোগ্য আগ্রহ দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন প্রেস সচিব।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে শফিকুল আলম বলেন, সরকার ও নির্বাচন কমিশন উভয়েই মনে করছে, নির্বাচন সামনে রেখে পরিস্থিতি মোটের ওপর সন্তোষজনক। দেশের প্রেক্ষাপটে বিচ্ছিন্নভাবে দু-একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও প্রতিটি ঘটনা সরকার গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট আসামিদের আইনের আওতায় আনা হচ্ছে।

সব মিলিয়ে, নির্বাচনকে কেন্দ্র করে সরকারের অবস্থান স্বচ্ছ ও প্রস্তুতিমূলক বলেই তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

নতুন কথা/এসআর

ট্যাগস :

ঢাকায় নিজ বাসা থেকে জামায়াত নেতার মরদেহ উদ্ধার

গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে অবস্থান নেবে অন্তর্বর্তী সরকার : প্রেস সচিব

আপডেট সময় ০৭:৫৮:২৪ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬

গণভোট অনুষ্ঠিত হলে অন্তর্বর্তী সরকার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সক্রিয়ভাবে প্রচারণা চালাবে, এতে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এ বিষয়ে সরকার আগেই আইনি মতামত নিয়েছে এবং দেশের শীর্ষ আইন বিশেষজ্ঞরা লিখিতভাবে জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নেওয়ার পূর্ণ আইনি বৈধতা রয়েছে।

রোববার (১১ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সংশ্লিষ্টদের অবহিত করেছেন যে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সব পক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে। নির্বাচন যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক বৈঠকে আসন্ন নির্বাচনে একটি বড় পর্যবেক্ষক দল পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে ইইউ। শফিকুল আলমের ভাষ্য অনুযায়ী, আগের তিনটি নির্বাচন তারা গ্রহণযোগ্য মনে না করায় তখন কোনো পর্যবেক্ষক দল পাঠায়নি। তবে বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন নিয়ে ইতিবাচক অগ্রগতি লক্ষ্য করছে তারা।

নির্বাচনী পরিবেশ নিয়ে কথা বলতে গিয়ে প্রেস সচিব বলেন, বর্তমানে দেশে একটি ভালো ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বিদ্যমান রয়েছে। সরকার কোনো রাজনৈতিক দলকে বাড়তি সুবিধা দিচ্ছে না এবং সবাই সমান সুযোগ পাচ্ছে।

তিনি সতর্ক করে বলেন, আসন্ন নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য ও বিভ্রান্তি ছড়ানো। পতিত সরকারের সংশ্লিষ্টরা এ ধরনের অপপ্রচার চালাতে পারে বলে আশঙ্কা রয়েছে। তবে এসব মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে নারী ও তরুণ ভোটারদের মধ্যে ভোট নিয়ে উল্লেখযোগ্য আগ্রহ দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন প্রেস সচিব।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে শফিকুল আলম বলেন, সরকার ও নির্বাচন কমিশন উভয়েই মনে করছে, নির্বাচন সামনে রেখে পরিস্থিতি মোটের ওপর সন্তোষজনক। দেশের প্রেক্ষাপটে বিচ্ছিন্নভাবে দু-একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও প্রতিটি ঘটনা সরকার গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট আসামিদের আইনের আওতায় আনা হচ্ছে।

সব মিলিয়ে, নির্বাচনকে কেন্দ্র করে সরকারের অবস্থান স্বচ্ছ ও প্রস্তুতিমূলক বলেই তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

নতুন কথা/এসআর