ঢাকা ০২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪৮ ঘণ্টার মধ্যে জবাব না দিলে বিসিবি পরিচালক পদ হারাতে পারেন নাজমুল বিয়ের পিঁড়িতে ধানুশ-ম্রুণাল, গুঞ্জন নাকি সত্যি? পাবনা-১ ও ২ আসনে নির্বাচনের নতুন তফসিল ঘোষণা কমেছে ডিমের দাম, মাছ-মুরগির বাজারে স্বস্তি নেই উত্তরায় আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত বেড়ে পাঁচ ঢাকায় নিজ বাসা থেকে জামায়াত নেতার মরদেহ উদ্ধার ত্বকের বলিরেখা কমাতে যেসব প্রাকৃতিক তেল হতে পারে ভরসা ভারতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ আইসিসির, অবস্থানে অটল বিসিবি ইরানে নজিরবিহীন বিক্ষোভে নিহত প্রায় ২ হাজার মানুষ: সরকারি কর্মকর্তা বিএনপি নেতা ডাবলুর মৃত্যু: অভিযানে অংশ নেওয়া সব সেনাসদস্য প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন

পাবনা-১ ও ২ আসনে নির্বাচনের নতুন তফসিল ঘোষণা

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনার আলোকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ ও পাবনা-২ আসনের জন্য নতুন নির্বাচনী তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ১৫ জানুয়ারির আদেশের পরিপ্রেক্ষিতে গত ১১ ডিসেম্বর জারি করা প্রজ্ঞাপনের সংশ্লিষ্ট অংশ বাতিল করে এই নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

নতুন কর্মসূচি অনুযায়ী আগামী রোববার (১৮ জানুয়ারি) রিটার্নিং কিংবা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। ১৯ জানুয়ারি দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।

মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ২০ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত আপিল করার সুযোগ থাকবে। এসব আপিল নিষ্পত্তি করা হবে ২৫ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৬ জানুয়ারি এবং ২৭ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

ইসি সচিবালয় জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে পাবনা-১ ও পাবনা-২ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ হবে ব্যালট পেপারের মাধ্যমে এবং ভোটাররা স্বচ্ছ ব্যালট বাক্সে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ইসি আরও জানায়, মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক সিভিল পিটিশন ফর লিভ টু আপিল (নং ১৯০/২০২৬) সংক্রান্ত আদেশের আলোকে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী এই নতুন তফসিল ঘোষণা করা হয়েছে।

 

নতুন কথা/এসআর

ট্যাগস :

৪৮ ঘণ্টার মধ্যে জবাব না দিলে বিসিবি পরিচালক পদ হারাতে পারেন নাজমুল

পাবনা-১ ও ২ আসনে নির্বাচনের নতুন তফসিল ঘোষণা

আপডেট সময় ১২:৫৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনার আলোকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ ও পাবনা-২ আসনের জন্য নতুন নির্বাচনী তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ১৫ জানুয়ারির আদেশের পরিপ্রেক্ষিতে গত ১১ ডিসেম্বর জারি করা প্রজ্ঞাপনের সংশ্লিষ্ট অংশ বাতিল করে এই নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

নতুন কর্মসূচি অনুযায়ী আগামী রোববার (১৮ জানুয়ারি) রিটার্নিং কিংবা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। ১৯ জানুয়ারি দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।

মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ২০ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত আপিল করার সুযোগ থাকবে। এসব আপিল নিষ্পত্তি করা হবে ২৫ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৬ জানুয়ারি এবং ২৭ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

ইসি সচিবালয় জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে পাবনা-১ ও পাবনা-২ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ হবে ব্যালট পেপারের মাধ্যমে এবং ভোটাররা স্বচ্ছ ব্যালট বাক্সে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ইসি আরও জানায়, মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক সিভিল পিটিশন ফর লিভ টু আপিল (নং ১৯০/২০২৬) সংক্রান্ত আদেশের আলোকে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী এই নতুন তফসিল ঘোষণা করা হয়েছে।

 

নতুন কথা/এসআর