ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাষাসংগ্রামী আহমদ রফিকের মরদেহ শনিবার শহীদ মিনারে নেওয়া হবে রাজবাড়ী জেলা ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক কমরেড আরমান আলীর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক বীরমুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বাবুর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক বিমান দুর্ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পার্বত্য চুক্তি বাতিলের কথা ইতিহাস মুছে ফেলার আয়োজন। রাজনীতির নতুন মুখোশ, বামপন্থার বিভ্রান্তি ও ভবিষ্যতের সন্ধান চাঁদপুরে সিনিয়র যুব রেড ক্রিসেন্ট ফোরামের নতুন কমিটি গঠন কাবুলে আসন্ন পানি সংকট গোপালগঞ্জে জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে পুরান ঢাকায় বিএনপির বিক্ষোভ

সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার ডিবির হেফাজতে, চলছে জিজ্ঞাসাবাদ

সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) ইকবাল বাহারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোড এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। এরপর তাকে মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

এ বিষয়ে ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, “ইকবাল বাহারকে জিজ্ঞাসাবাদের জন্য আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।”

তাকে গ্রেপ্তার দেখানো হবে কিনা কিংবা তার বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য জানায়নি গোয়েন্দা বিভাগ। ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

উল্লেখ্য, ইকবাল বাহার তার কর্মজীবনে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তিনি চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তী সময়ে অতিরিক্ত আইজিপি পদে রাজারবাগ টেলিকম অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট (T&I) বিভাগে বদলি হন। ২০১৯ সালে তিনি চাকরি থেকে অবসর নেন।

এই ঘটনায় পুলিশ প্রশাসনের বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। সাবেক উচ্চপদস্থ একজন কর্মকর্তার হেফাজতে নেওয়ার ঘটনা যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্তের অগ্রগতি ও আনুষ্ঠানিক বক্তব্যের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দিকে নজর রাখছে সুধী মহল।

 

নতুনকথা/এএস

 

জনপ্রিয় সংবাদ

ভাষাসংগ্রামী আহমদ রফিকের মরদেহ শনিবার শহীদ মিনারে নেওয়া হবে

সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার ডিবির হেফাজতে, চলছে জিজ্ঞাসাবাদ

আপডেট সময় ১০:৩১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫

সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) ইকবাল বাহারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোড এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। এরপর তাকে মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

এ বিষয়ে ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, “ইকবাল বাহারকে জিজ্ঞাসাবাদের জন্য আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।”

তাকে গ্রেপ্তার দেখানো হবে কিনা কিংবা তার বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য জানায়নি গোয়েন্দা বিভাগ। ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

উল্লেখ্য, ইকবাল বাহার তার কর্মজীবনে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তিনি চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তী সময়ে অতিরিক্ত আইজিপি পদে রাজারবাগ টেলিকম অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট (T&I) বিভাগে বদলি হন। ২০১৯ সালে তিনি চাকরি থেকে অবসর নেন।

এই ঘটনায় পুলিশ প্রশাসনের বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। সাবেক উচ্চপদস্থ একজন কর্মকর্তার হেফাজতে নেওয়ার ঘটনা যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্তের অগ্রগতি ও আনুষ্ঠানিক বক্তব্যের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দিকে নজর রাখছে সুধী মহল।

 

নতুনকথা/এএস