ভারত ও বাংলাদেশের মধ্যে বর্তমান উত্তেজনার পরও দেশের অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভার পরে সাংবাদিকদের তিনি বলেন, মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে যা ঘটেছে, তা দুঃখজনক। তিনি বলেন, এ বিষয়টি শুরু হয়নি বাংলাদেশ থেকে। একজন খ্যাতনামা খেলোয়াড়কে খেলতে যাওয়ার সুযোগ দেওয়ার বদলে হঠাৎ ফেরত পাঠানো হয়েছে। এটি প্রত্যাশিত নয় এবং দুই দেশের জন্যই ভালো পরিস্থিতি নয়।
অর্থ উপদেষ্টা আরও জানান, রাজনৈতিক উত্তেজনা সৃষ্টির কোনো উদ্দেশ্য নেই। তিনি বলেন, “এখানে মূলত ইমোশনাল বিষয় কাজ করেছে। দুই পক্ষই বিষয়টি বিবেচনা করবে। আমরা চাই না সম্পর্কের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়ুক।”
মুস্তাফিজকে নিয়ে বাংলাদেশ সরকারের রেসপন্সকে যথাযথ বলে অভিহিত করে তিনি বলেন, মোস্তাফিজ একজন সেরা খেলোয়াড়, এ বিষয়ে কোনো বিতর্ক নেই। এমন পরিস্থিতিতে প্রতিবাদ স্বাভাবিক এবং প্রপার রেসপন্স।
এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা যোগ করেন, “যেখানে একটি কাজ হয়েছে, সেখানে প্রতিক্রিয়া হবে। ভারত আমাদের খেলোয়াড়কে ফেরত পাঠিয়েছে, এবং আমরা আমাদের সঠিক প্রতিক্রিয়া দিয়েছি। এমন পদক্ষেপ শুধু আমাদের ভাবাচ্ছে না, তাদেরও ভাবাচ্ছে। তাই আমরা খেলাকে অব্যাহত রাখতে পারব এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কও ঠিকভাবে চালিয়ে যেতে পারব।”
নতুন কথা/ এসআর
নিজস্ব প্রতিবেদক: 




















