ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় নিজ বাসা থেকে জামায়াত নেতার মরদেহ উদ্ধার ত্বকের বলিরেখা কমাতে যেসব প্রাকৃতিক তেল হতে পারে ভরসা ভারতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ আইসিসির, অবস্থানে অটল বিসিবি ইরানে নজিরবিহীন বিক্ষোভে নিহত প্রায় ২ হাজার মানুষ: সরকারি কর্মকর্তা বিএনপি নেতা ডাবলুর মৃত্যু: অভিযানে অংশ নেওয়া সব সেনাসদস্য প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন জ্বালানি সরবরাহ বড় চ্যালেঞ্জ, তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় সরকার: সালেহউদ্দিন আহমেদ আগামী নির্বাচনই নির্ধারণ করবে বাংলাদেশের অগ্রযাত্রা : সালাহউদ্দিন আহমদ সবোজলাইয়ের নায়ক-খলনায়ক রাতেও বার্নসলিকে উড়িয়ে চতুর্থ রাউন্ডে লিভারপুল জীবনদর্শনের দূরত্বেই ফাটল: যে কারণে টেকেনি তাহসান-রোজার সংসার শিক্ষা শুধু চাকরির কারখানা নয়, সৃজনশীল মানুষ গড়ার পথ: প্রধান উপদেষ্টা

আগামী নির্বাচনই নির্ধারণ করবে বাংলাদেশের অগ্রযাত্রা : সালাহউদ্দিন আহমদ

আগামী জাতীয় নির্বাচনই বাংলাদেশের ভবিষ্যৎ পথচলা নির্ধারণ করবে- এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সামনে আর কোনো গণতান্ত্রিক সরকারকে লাইনচ্যুত হতে দেওয়া হবে না। তিনি জানান, বিএনপি এমন একটি কার্যকর ও জনগণের সংসদ গড়ে তুলতে চায়, যেখানে কেবল নৃত্য-গীত বা প্রশংসার স্তুতিবাক্য নয়, মানুষের প্রকৃত সমস্যা, উন্নয়ন ও গণতান্ত্রিক অধিকারের কথা বলা হবে।

 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) কক্সবাজারের চকরিয়া উপজেলার পালাকাটা মাছঘাট স্টেশন এলাকায় চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে মহিলা দলের এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপির লক্ষ্য এমন একটি সংসদ নির্মাণ করা, যেখানে সন্ত্রাসীদের কোনো জায়গা থাকবে না এবং সংসদ সদস্যরা নির্ভয়ে জনগণের পক্ষে কথা বলতে পারবেন। তিনি বলেন, ‘আমরা এমন একটি সংসদ চাই যেখানে বিরোধিতা থাকবে, মতের ভিন্নতা থাকবে। সংসদ হবে জনগণের কথা বলার জায়গা- কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রশংসা করার মঞ্চ নয়।’

 

তিনি আরও বলেন, আগামীর সংসদ হবে আইন প্রণয়নের মাধ্যমে দেশের অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়ার সংসদ। সেই সংসদের মধ্য দিয়েই বাংলাদেশ গণতান্ত্রিক বিশ্বে একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারবে বলে মন্তব্য করেন তিনি।

 

আসন্ন নির্বাচন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, এই নির্বাচন শুধু একটি ক্ষমতার পালাবদলের নির্বাচন নয়; এটি বাংলাদেশের মানুষের প্রকৃত গণতান্ত্রিক অধিকার বাস্তবায়নের নির্বাচন। তিনি বলেন, ‘শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আমরা যে সংগ্রাম ও প্রস্তুতি নিয়েছি, আগামীর নির্বাচন হবে সেই প্রত্যাশা বাস্তবায়নের নির্বাচন। তাই আমরা মনে করি, এই নির্বাচন হবে জাতির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন।’

 

তিনি আরও বলেন, এই নির্বাচনের মধ্য দিয়েই গণতন্ত্র একটি দৃঢ় ভিত্তির ওপর দাঁড়াবে এবং সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী হবে। এসব প্রতিষ্ঠান ভবিষ্যতে গণতন্ত্রের রক্ষাকবচ হিসেবে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এই শীর্ষ নেতা।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, কক্সবাজার জেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান চৌধুরী (খোকন মিয়া), চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল কাঁকন, চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলী আহমদ, সদস্য সচিব শরিফুল আলমসহ মহিলা দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

 

নতুন কথা/এসআর

ট্যাগস :

ঢাকায় নিজ বাসা থেকে জামায়াত নেতার মরদেহ উদ্ধার

আগামী নির্বাচনই নির্ধারণ করবে বাংলাদেশের অগ্রযাত্রা : সালাহউদ্দিন আহমদ

আপডেট সময় ০৩:৪২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

আগামী জাতীয় নির্বাচনই বাংলাদেশের ভবিষ্যৎ পথচলা নির্ধারণ করবে- এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সামনে আর কোনো গণতান্ত্রিক সরকারকে লাইনচ্যুত হতে দেওয়া হবে না। তিনি জানান, বিএনপি এমন একটি কার্যকর ও জনগণের সংসদ গড়ে তুলতে চায়, যেখানে কেবল নৃত্য-গীত বা প্রশংসার স্তুতিবাক্য নয়, মানুষের প্রকৃত সমস্যা, উন্নয়ন ও গণতান্ত্রিক অধিকারের কথা বলা হবে।

 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) কক্সবাজারের চকরিয়া উপজেলার পালাকাটা মাছঘাট স্টেশন এলাকায় চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে মহিলা দলের এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপির লক্ষ্য এমন একটি সংসদ নির্মাণ করা, যেখানে সন্ত্রাসীদের কোনো জায়গা থাকবে না এবং সংসদ সদস্যরা নির্ভয়ে জনগণের পক্ষে কথা বলতে পারবেন। তিনি বলেন, ‘আমরা এমন একটি সংসদ চাই যেখানে বিরোধিতা থাকবে, মতের ভিন্নতা থাকবে। সংসদ হবে জনগণের কথা বলার জায়গা- কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রশংসা করার মঞ্চ নয়।’

 

তিনি আরও বলেন, আগামীর সংসদ হবে আইন প্রণয়নের মাধ্যমে দেশের অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়ার সংসদ। সেই সংসদের মধ্য দিয়েই বাংলাদেশ গণতান্ত্রিক বিশ্বে একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারবে বলে মন্তব্য করেন তিনি।

 

আসন্ন নির্বাচন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, এই নির্বাচন শুধু একটি ক্ষমতার পালাবদলের নির্বাচন নয়; এটি বাংলাদেশের মানুষের প্রকৃত গণতান্ত্রিক অধিকার বাস্তবায়নের নির্বাচন। তিনি বলেন, ‘শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আমরা যে সংগ্রাম ও প্রস্তুতি নিয়েছি, আগামীর নির্বাচন হবে সেই প্রত্যাশা বাস্তবায়নের নির্বাচন। তাই আমরা মনে করি, এই নির্বাচন হবে জাতির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন।’

 

তিনি আরও বলেন, এই নির্বাচনের মধ্য দিয়েই গণতন্ত্র একটি দৃঢ় ভিত্তির ওপর দাঁড়াবে এবং সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী হবে। এসব প্রতিষ্ঠান ভবিষ্যতে গণতন্ত্রের রক্ষাকবচ হিসেবে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এই শীর্ষ নেতা।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, কক্সবাজার জেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান চৌধুরী (খোকন মিয়া), চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল কাঁকন, চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলী আহমদ, সদস্য সচিব শরিফুল আলমসহ মহিলা দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

 

নতুন কথা/এসআর