ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাষাসংগ্রামী আহমদ রফিকের মরদেহ শনিবার শহীদ মিনারে নেওয়া হবে রাজবাড়ী জেলা ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক কমরেড আরমান আলীর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক বীরমুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বাবুর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক বিমান দুর্ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পার্বত্য চুক্তি বাতিলের কথা ইতিহাস মুছে ফেলার আয়োজন। রাজনীতির নতুন মুখোশ, বামপন্থার বিভ্রান্তি ও ভবিষ্যতের সন্ধান চাঁদপুরে সিনিয়র যুব রেড ক্রিসেন্ট ফোরামের নতুন কমিটি গঠন কাবুলে আসন্ন পানি সংকট গোপালগঞ্জে জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে পুরান ঢাকায় বিএনপির বিক্ষোভ

লন্ডনে ড. ইউনূস-তারেক রহমান বৈঠক দুপুরে

যুক্তরাজ্য সফররত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ লন্ডনে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছেন। লন্ডনের স্থানীয় সময় ১৩ জুন সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ২টা) পার্ক লেনের অভিজাত হোটেল ডোরচেস্টারে এ বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এই বৈঠকের জন্য কোনো নির্দিষ্ট এজেন্ডা নির্ধারিত না থাকলেও, এটি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলাপ হিসেবে বিবেচিত হচ্ছে। তার ভাষায়, “তারেক রহমান বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতা। স্বাভাবিকভাবেই প্রধান উপদেষ্টার সঙ্গে তাঁর সাক্ষাৎ হতে পারে।”

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বিষয়টি নিশ্চিত করে জানান, “লন্ডনে ড. ইউনূস যে হোটেলে অবস্থান করছেন, সেখানেই সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হবে।”

বিশেষজ্ঞদের মতে, এই বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকট, আসন্ন জাতীয় নির্বাচন, নির্বাচন কমিশনের কাঠামোগত সংস্কার এবং ‘জুলাই চার্টার’ বিষয়ক নানা প্রস্তাব আলোচনায় আসতে পারে। নির্বাচন ঘিরে বিরোধী দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক মহলের আস্থা অর্জনের দিকনির্দেশনাও আলোচনায় স্থান পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ড. ইউনূসের পক্ষ থেকেই তারেক রহমানকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়। আলোচনার কেন্দ্রে থাকবে জাতীয় রাজনীতির ভবিষ্যৎ রূপরেখা ও একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যৌথ অবস্থানের সম্ভাবনা।

লন্ডনের এই আলোচিত বৈঠক বাংলাদেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।

 

নতুন কথা/এএস

 

জনপ্রিয় সংবাদ

ভাষাসংগ্রামী আহমদ রফিকের মরদেহ শনিবার শহীদ মিনারে নেওয়া হবে

লন্ডনে ড. ইউনূস-তারেক রহমান বৈঠক দুপুরে

আপডেট সময় ০৫:১৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫

যুক্তরাজ্য সফররত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ লন্ডনে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছেন। লন্ডনের স্থানীয় সময় ১৩ জুন সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ২টা) পার্ক লেনের অভিজাত হোটেল ডোরচেস্টারে এ বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এই বৈঠকের জন্য কোনো নির্দিষ্ট এজেন্ডা নির্ধারিত না থাকলেও, এটি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলাপ হিসেবে বিবেচিত হচ্ছে। তার ভাষায়, “তারেক রহমান বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতা। স্বাভাবিকভাবেই প্রধান উপদেষ্টার সঙ্গে তাঁর সাক্ষাৎ হতে পারে।”

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বিষয়টি নিশ্চিত করে জানান, “লন্ডনে ড. ইউনূস যে হোটেলে অবস্থান করছেন, সেখানেই সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হবে।”

বিশেষজ্ঞদের মতে, এই বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকট, আসন্ন জাতীয় নির্বাচন, নির্বাচন কমিশনের কাঠামোগত সংস্কার এবং ‘জুলাই চার্টার’ বিষয়ক নানা প্রস্তাব আলোচনায় আসতে পারে। নির্বাচন ঘিরে বিরোধী দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক মহলের আস্থা অর্জনের দিকনির্দেশনাও আলোচনায় স্থান পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ড. ইউনূসের পক্ষ থেকেই তারেক রহমানকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়। আলোচনার কেন্দ্রে থাকবে জাতীয় রাজনীতির ভবিষ্যৎ রূপরেখা ও একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যৌথ অবস্থানের সম্ভাবনা।

লন্ডনের এই আলোচিত বৈঠক বাংলাদেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।

 

নতুন কথা/এএস