ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজবাড়ী জেলা ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক কমরেড আরমান আলীর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক বীরমুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বাবুর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক বিমান দুর্ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পার্বত্য চুক্তি বাতিলের কথা ইতিহাস মুছে ফেলার আয়োজন। রাজনীতির নতুন মুখোশ, বামপন্থার বিভ্রান্তি ও ভবিষ্যতের সন্ধান চাঁদপুরে সিনিয়র যুব রেড ক্রিসেন্ট ফোরামের নতুন কমিটি গঠন কাবুলে আসন্ন পানি সংকট গোপালগঞ্জে জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে পুরান ঢাকায় বিএনপির বিক্ষোভ আবুল বারাকত এতদিন বাইরে ছিলেন সেটাই অনেক!
কিউবার কমিউনিস্ট পার্টির ঘোষণা

যুদ্ধের হাত থেকে মানবতাকে রক্ষা করতে বামপন্থীদের ঐক্য জরুরি

সংগৃহিত

কিউবার কমিউনিস্ট পার্টি (Communist Party of Cuba) সম্প্রতি প্রকাশিত এক জোরালো ঘোষণায় ইরানের ফোর্ডো, নাটাঞ্জ ও ইসফাহান পারমাণবিক স্থাপনাগুলোর ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের চালানো বোমাবর্ষণের তীব্র নিন্দা জানিয়েছে। কিউবার পক্ষ থেকে এই হামলাগুলোকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের নীতিমালার সম্পূর্ণ পরিপন্থী এবং মানবতার জন্য গুরুতর হুমকি হিসেবে অভিহিত করা হয়েছে।

 

ঘোষণায় বলা হয়েছে, ‘‘এই অপরাধমূলক কর্মকাণ্ড শুধু একটি স্বাধীন রাষ্ট্রের উপর আগ্রাসনই নয়, বরং গোটা বিশ্বকে পারমাণবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে।’’

 

কিউবার কমিউনিস্ট পার্টি আরও জানিয়েছে, এই সংকটময় মুহূর্তে ইরানের জনগণ ও সরকারের প্রতি তাদের পূর্ণ সংহতি ও সমর্থন রয়েছে। তারা মনে করে, একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে ইরানের আত্মনির্ধারণ ও উন্নয়নের অধিকার অবিচ্ছেদ্য।

 

ঘোষণায় মার্কিন সরকারকে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে বলা হয়, ‘‘মধ্যপ্রাচ্যে শান্তিপূর্ণ সমাধানের সকল প্রচেষ্টাকে ধ্বংস করে দিচ্ছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে, মার্কিন আগ্রাসন ইসরায়েলের গণহত্যামূলক নীতিকে সমর্থন করছে।’’

 

বিশ্বব্যাপী সকল বামপন্থী দল, সমাজ আন্দোলন ও প্রগতিশীল শক্তির প্রতি আহ্বান জানিয়ে কিউবার কমিউনিস্ট পার্টি বলেছে, ‘‘এই হুমকির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। মার্কিন সাম্রাজ্যবাদ ও তার আধিপত্যবাদী নীতিকে প্রতিহত করতে না পারলে মানবজাতির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে।’’

 

তারা এই কথাও স্পষ্টভাবে উল্লেখ করেছে যে, এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হল পারমাণবিক যুদ্ধ ঠেকানো এবং বৈশ্বিক শান্তির লক্ষ্যে সমস্ত প্রগতিশীল শক্তিকে একত্রিত করে সোচ্চার হওয়া।

রাজবাড়ী জেলা ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক কমরেড আরমান আলীর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক

কিউবার কমিউনিস্ট পার্টির ঘোষণা

যুদ্ধের হাত থেকে মানবতাকে রক্ষা করতে বামপন্থীদের ঐক্য জরুরি

আপডেট সময় ০৪:১৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

কিউবার কমিউনিস্ট পার্টি (Communist Party of Cuba) সম্প্রতি প্রকাশিত এক জোরালো ঘোষণায় ইরানের ফোর্ডো, নাটাঞ্জ ও ইসফাহান পারমাণবিক স্থাপনাগুলোর ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের চালানো বোমাবর্ষণের তীব্র নিন্দা জানিয়েছে। কিউবার পক্ষ থেকে এই হামলাগুলোকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের নীতিমালার সম্পূর্ণ পরিপন্থী এবং মানবতার জন্য গুরুতর হুমকি হিসেবে অভিহিত করা হয়েছে।

 

ঘোষণায় বলা হয়েছে, ‘‘এই অপরাধমূলক কর্মকাণ্ড শুধু একটি স্বাধীন রাষ্ট্রের উপর আগ্রাসনই নয়, বরং গোটা বিশ্বকে পারমাণবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে।’’

 

কিউবার কমিউনিস্ট পার্টি আরও জানিয়েছে, এই সংকটময় মুহূর্তে ইরানের জনগণ ও সরকারের প্রতি তাদের পূর্ণ সংহতি ও সমর্থন রয়েছে। তারা মনে করে, একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে ইরানের আত্মনির্ধারণ ও উন্নয়নের অধিকার অবিচ্ছেদ্য।

 

ঘোষণায় মার্কিন সরকারকে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে বলা হয়, ‘‘মধ্যপ্রাচ্যে শান্তিপূর্ণ সমাধানের সকল প্রচেষ্টাকে ধ্বংস করে দিচ্ছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে, মার্কিন আগ্রাসন ইসরায়েলের গণহত্যামূলক নীতিকে সমর্থন করছে।’’

 

বিশ্বব্যাপী সকল বামপন্থী দল, সমাজ আন্দোলন ও প্রগতিশীল শক্তির প্রতি আহ্বান জানিয়ে কিউবার কমিউনিস্ট পার্টি বলেছে, ‘‘এই হুমকির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। মার্কিন সাম্রাজ্যবাদ ও তার আধিপত্যবাদী নীতিকে প্রতিহত করতে না পারলে মানবজাতির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে।’’

 

তারা এই কথাও স্পষ্টভাবে উল্লেখ করেছে যে, এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হল পারমাণবিক যুদ্ধ ঠেকানো এবং বৈশ্বিক শান্তির লক্ষ্যে সমস্ত প্রগতিশীল শক্তিকে একত্রিত করে সোচ্চার হওয়া।