ঢাকা ০২:১৫ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাষাসংগ্রামী আহমদ রফিকের মরদেহ শনিবার শহীদ মিনারে নেওয়া হবে রাজবাড়ী জেলা ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক কমরেড আরমান আলীর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক বীরমুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বাবুর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক বিমান দুর্ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পার্বত্য চুক্তি বাতিলের কথা ইতিহাস মুছে ফেলার আয়োজন। রাজনীতির নতুন মুখোশ, বামপন্থার বিভ্রান্তি ও ভবিষ্যতের সন্ধান চাঁদপুরে সিনিয়র যুব রেড ক্রিসেন্ট ফোরামের নতুন কমিটি গঠন কাবুলে আসন্ন পানি সংকট গোপালগঞ্জে জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে পুরান ঢাকায় বিএনপির বিক্ষোভ

ইসরায়েলি হামলায় প্রাণ গেল ইরানের আরেক পরমাণু বিজ্ঞানীর

সংগৃহিত ছবি

মধ্যপ্রাচ্যে উত্তেজনার আবহে ইরানের একজন তরুণ পরমাণু বিজ্ঞানীর নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির একাধিক সূত্র। ইসরায়েলের চালানো হামলায় নিহত এই ব্যক্তির নাম সোলেইমান সোলেমানি, যিনি ইরান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জনের পর পারমাণবিক কর্মসূচিতে যুক্ত ছিলেন।

শুক্রবার ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইএসএনএ-এর বরাতে ইরান ফ্রন্ট পেজ  সংবাদমাধ্যম জানায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতির মাধ্যমে তার মৃত্যু নিশ্চিত করেছে এবং একাডেমিক কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, “সোলেইমান সোলেমানি আমাদের একজন প্রতিশ্রুতিশীল গ্র্যাজুয়েট ছিলেন। ইসরায়েলের জায়নবাদী হামলায় তার শাহাদাতের ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত এবং তার পরিবার ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

এই ঘটনাটি ইরানি পরমাণু বিজ্ঞানীদের লক্ষ্য করে চালানো ধারাবাহিক হামলার সর্বশেষ সংযোজন। গত কয়েক বছরে বিভিন্ন সময়ে উচ্চতর প্রযুক্তিবিদ এবং পরমাণু গবেষকেরা এ ধরনের হামলায় প্রাণ হারিয়েছেন, যার জন্য তেহরান বরাবরই ইসরায়েলকে দায়ী করে আসছে।

একইদিন, রাজধানী তেহরানের নারমাক জেলায় আরেকটি পৃথক হামলায় প্রাণ হারিয়েছেন আলি বাকুউয়ে নামে এক ব্যক্তি, যিনি স্থানীয়ভাবে একজন বক্সিং কোচ হিসেবে পরিচিত ছিলেন। হামলায় তার স্ত্রী ও দুই সন্তানও নিহত হন। নিহত হওয়ার আগে তার প্রকৃত পেশা নিয়ে নানা গোপনীয়তা থাকায় বিষয়টি ঘনীভূত হয় বলে প্রতিবেদনে বলা হয়।

এইসব হামলার ঘটনা ইরান-ইসরায়েল সম্পর্কে নতুন করে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে, যেখানে একদিকে পরমাণু কর্মসূচি ঘিরে পশ্চিমা বিশ্ব ও তেহরানের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন অব্যাহত, অপরদিকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

জনপ্রিয় সংবাদ

ভাষাসংগ্রামী আহমদ রফিকের মরদেহ শনিবার শহীদ মিনারে নেওয়া হবে

ইসরায়েলি হামলায় প্রাণ গেল ইরানের আরেক পরমাণু বিজ্ঞানীর

আপডেট সময় ১০:১১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫

মধ্যপ্রাচ্যে উত্তেজনার আবহে ইরানের একজন তরুণ পরমাণু বিজ্ঞানীর নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির একাধিক সূত্র। ইসরায়েলের চালানো হামলায় নিহত এই ব্যক্তির নাম সোলেইমান সোলেমানি, যিনি ইরান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জনের পর পারমাণবিক কর্মসূচিতে যুক্ত ছিলেন।

শুক্রবার ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইএসএনএ-এর বরাতে ইরান ফ্রন্ট পেজ  সংবাদমাধ্যম জানায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতির মাধ্যমে তার মৃত্যু নিশ্চিত করেছে এবং একাডেমিক কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, “সোলেইমান সোলেমানি আমাদের একজন প্রতিশ্রুতিশীল গ্র্যাজুয়েট ছিলেন। ইসরায়েলের জায়নবাদী হামলায় তার শাহাদাতের ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত এবং তার পরিবার ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

এই ঘটনাটি ইরানি পরমাণু বিজ্ঞানীদের লক্ষ্য করে চালানো ধারাবাহিক হামলার সর্বশেষ সংযোজন। গত কয়েক বছরে বিভিন্ন সময়ে উচ্চতর প্রযুক্তিবিদ এবং পরমাণু গবেষকেরা এ ধরনের হামলায় প্রাণ হারিয়েছেন, যার জন্য তেহরান বরাবরই ইসরায়েলকে দায়ী করে আসছে।

একইদিন, রাজধানী তেহরানের নারমাক জেলায় আরেকটি পৃথক হামলায় প্রাণ হারিয়েছেন আলি বাকুউয়ে নামে এক ব্যক্তি, যিনি স্থানীয়ভাবে একজন বক্সিং কোচ হিসেবে পরিচিত ছিলেন। হামলায় তার স্ত্রী ও দুই সন্তানও নিহত হন। নিহত হওয়ার আগে তার প্রকৃত পেশা নিয়ে নানা গোপনীয়তা থাকায় বিষয়টি ঘনীভূত হয় বলে প্রতিবেদনে বলা হয়।

এইসব হামলার ঘটনা ইরান-ইসরায়েল সম্পর্কে নতুন করে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে, যেখানে একদিকে পরমাণু কর্মসূচি ঘিরে পশ্চিমা বিশ্ব ও তেহরানের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন অব্যাহত, অপরদিকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।