ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় নিজ বাসা থেকে জামায়াত নেতার মরদেহ উদ্ধার ত্বকের বলিরেখা কমাতে যেসব প্রাকৃতিক তেল হতে পারে ভরসা ভারতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ আইসিসির, অবস্থানে অটল বিসিবি ইরানে নজিরবিহীন বিক্ষোভে নিহত প্রায় ২ হাজার মানুষ: সরকারি কর্মকর্তা বিএনপি নেতা ডাবলুর মৃত্যু: অভিযানে অংশ নেওয়া সব সেনাসদস্য প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন জ্বালানি সরবরাহ বড় চ্যালেঞ্জ, তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় সরকার: সালেহউদ্দিন আহমেদ আগামী নির্বাচনই নির্ধারণ করবে বাংলাদেশের অগ্রযাত্রা : সালাহউদ্দিন আহমদ সবোজলাইয়ের নায়ক-খলনায়ক রাতেও বার্নসলিকে উড়িয়ে চতুর্থ রাউন্ডে লিভারপুল জীবনদর্শনের দূরত্বেই ফাটল: যে কারণে টেকেনি তাহসান-রোজার সংসার শিক্ষা শুধু চাকরির কারখানা নয়, সৃজনশীল মানুষ গড়ার পথ: প্রধান উপদেষ্টা

ইংরেজি নববর্ষ ২০২৬: সম্প্রীতি ও গণতান্ত্রিক উত্তরণের প্রত্যাশা প্রধান উপদেষ্টার

ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষ্যে দেশে ও বিদেশে অবস্থানরত সব বাংলাদেশিসহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

নববর্ষ উপলক্ষ্যে বুধবার (৩১ ডিসেম্বর) দেওয়া এক বাণীতে তিনি নতুন বছরে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রধান উপদেষ্টা বলেন, নতুন বছরে আরও জোরদার হোক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। সবাইকে শুভ নববর্ষ।

নববর্ষের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, নতুন বছর মানেই নতুন স্বপ্ন, নতুন আশা ও নতুন সম্ভাবনার সূচনা। এই নতুন সময় আমাদের অতীতের সব গ্লানি ভুলে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায় এবং একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণে নবউদ্যম সৃষ্টি করে।

একটি গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা জানিয়ে মুহাম্মদ ইউনূস বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সবাই যদি মানুষের কল্যাণে সর্বশক্তি নিয়োগ করে, তবে নতুন বছরে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে সাম্য, ন্যায় ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় নতুন বছর জাতীয় জীবনের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। ত্রুটিপূর্ণ রাষ্ট্রব্যবস্থাকে মেরামত করে গণতান্ত্রিক উত্তরণের যে যাত্রা শুরু হয়েছে, তা নতুন বছরে আরও দৃশ্যমান অগ্রগতির পথে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টার ভাষ্য অনুযায়ী, একটি জাতীয় নির্বাচন আয়োজন এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট আয়োজনের মধ্য দিয়েই এই গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া পূর্ণতা পাবে।

বাণীর শেষাংশে তিনি বলেন, সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করে অবাধ, সুষ্ঠু নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা আরও গতিশীল হবে- নতুন বছরে এটিই জাতির সবচেয়ে বড় প্রত্যাশা।

 

নতুন কথা/এসআর

ঢাকায় নিজ বাসা থেকে জামায়াত নেতার মরদেহ উদ্ধার

ইংরেজি নববর্ষ ২০২৬: সম্প্রীতি ও গণতান্ত্রিক উত্তরণের প্রত্যাশা প্রধান উপদেষ্টার

আপডেট সময় ১১:৩৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষ্যে দেশে ও বিদেশে অবস্থানরত সব বাংলাদেশিসহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

নববর্ষ উপলক্ষ্যে বুধবার (৩১ ডিসেম্বর) দেওয়া এক বাণীতে তিনি নতুন বছরে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রধান উপদেষ্টা বলেন, নতুন বছরে আরও জোরদার হোক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। সবাইকে শুভ নববর্ষ।

নববর্ষের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, নতুন বছর মানেই নতুন স্বপ্ন, নতুন আশা ও নতুন সম্ভাবনার সূচনা। এই নতুন সময় আমাদের অতীতের সব গ্লানি ভুলে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায় এবং একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণে নবউদ্যম সৃষ্টি করে।

একটি গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা জানিয়ে মুহাম্মদ ইউনূস বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সবাই যদি মানুষের কল্যাণে সর্বশক্তি নিয়োগ করে, তবে নতুন বছরে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে সাম্য, ন্যায় ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় নতুন বছর জাতীয় জীবনের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। ত্রুটিপূর্ণ রাষ্ট্রব্যবস্থাকে মেরামত করে গণতান্ত্রিক উত্তরণের যে যাত্রা শুরু হয়েছে, তা নতুন বছরে আরও দৃশ্যমান অগ্রগতির পথে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টার ভাষ্য অনুযায়ী, একটি জাতীয় নির্বাচন আয়োজন এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট আয়োজনের মধ্য দিয়েই এই গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া পূর্ণতা পাবে।

বাণীর শেষাংশে তিনি বলেন, সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করে অবাধ, সুষ্ঠু নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা আরও গতিশীল হবে- নতুন বছরে এটিই জাতির সবচেয়ে বড় প্রত্যাশা।

 

নতুন কথা/এসআর