যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান রাজনৈতিক ও সামরিক উত্তেজনার মধ্যেই ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শনিবার ভোররাতে শহরের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের পর আকাশে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়, যা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
কারাকাসে অবস্থানরত আলজাজিরার এক প্রতিবেদকের বরাতে জানানো হয়, ভোরের দিকে হঠাৎ করে শহরের আকাশ কাঁপিয়ে বিস্ফোরণের শব্দ শোনা যায়। একই সময় কয়েকটি এলাকায় ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা যায়। বার্তা সংস্থা রয়টার্সও প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে জানিয়েছে, ভোররাতে রাজধানীর বিভিন্ন অংশে একাধিক উচ্চ শব্দ শোনা গেছে, যা বিস্ফোরণের মতোই মনে হয়েছে।
অন্যদিকে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শনাক্ত করা হয়েছে। একই সঙ্গে নিচু দিয়ে উড়ে যাওয়া বিমানও দেখতে পেয়েছেন প্রত্যক্ষদর্শীরা। প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের পর শহরের দক্ষিণাঞ্চলের একটি বড় সামরিক ঘাঁটির আশপাশের এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ বা এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না- তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। এ বিষয়ে এখনো পর্যন্ত ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
এই ঘটনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে চলমান উত্তেজনার বিষয়টি আবারও সামনে এসেছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছিলেন। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর চাপ বাড়াতে যুক্তরাষ্ট্র একাধিক দফায় কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে।
এ ছাড়া ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। মাদক পাচার দমনের অজুহাতে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে দুই ডজনের বেশি জাহাজে অভিযান চালিয়েছে বলেও আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
কারাকাসে সাম্প্রতিক এই বিস্ফোরণের ঘটনা অঞ্চলজুড়ে নতুন করে উৎকণ্ঠা তৈরি করলেও, যুক্তরাষ্ট্র বা ভেনেজুয়েলা- কোনো পক্ষই এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক অবস্থান জানায়নি।
নতুন কথা/এএস
আন্তর্জাতিক ডেস্ক 




















