ব্ল্যাকমেইল, মামলা-বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি আশ্বাস দিয়েছেন, এ বিষয়ে দ্রুত প্রতিকার পাওয়া যাবে।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল লেখেন, সুরভীর বিষয়ে খোঁজ নিয়েছি। ইনশাআল্লাহ সে দ্রুত প্রতিকার পাবে।
এর আগে একই দিন আদালত তাহরিমা জান্নাত সুরভীকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
সুরভীকে গ্রেপ্তারের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। অনেকেই অভিযোগ তুলেছেন, তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ও উদ্বেগ দেখা দেয়।
এ প্রেক্ষাপটে আইন উপদেষ্টার বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে এবং দ্রুত তদন্ত ও ন্যায়সংগত সিদ্ধান্তের প্রত্যাশা তৈরি করেছে।
নতুন কথা/এসআর
নিজস্ব সংবাদ : 




















