মালয়েশিয়ার প্রবীণ রাজনীতিক ও সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ঘরের ভেতরে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন। ঘটনার পর তাকে দ্রুত রাজধানীর জাতীয় হার্ট ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। মাহাথিরের এক ঘনিষ্ঠ সহযোগী মঙ্গলবার (৬ জানুয়ারি) বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।
সহযোগী সুফি ইউসুফ জানান, বারান্দার একটি অংশ থেকে শোবার ঘরে যাওয়ার সময় মাহাথির হঠাৎ পড়ে যান। এরপর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে তিনি জানান, মাহাথিরের জ্ঞান রয়েছে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হবে কি না—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। বর্তমানে তার শারীরিক অবস্থাও বিস্তারিতভাবে জানানো হয়নি।
গত কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত নানা জটিলতা ও শারীরিক অসুস্থতায় ভুগছেন মাহাথির মোহাম্মদ। গত বছরের জুলাই মাসে ১০০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি পিকনিকে অংশ নিতে গিয়ে তিনি হঠাৎ জ্ঞান হারান। সে সময়ও তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর আগে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার হার্টের বাইপাস সার্জারি করা হয়।
মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার ইতিহাসে এক অনন্য ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। দীর্ঘ সময় ধরে নেতৃত্ব দিয়ে তিনি দেশটির আধুনিক উন্নয়নের ভিত্তি গড়ে তুলেছেন। দৃঢ় নেতৃত্ব, রাজনৈতিক দূরদর্শিতা এবং রাষ্ট্রনায়কসুলভ অবস্থানের কারণে দেশজুড়ে তিনি ব্যাপক সম্মান ও গ্রহণযোগ্যতা অর্জন করেন।
তিনি প্রথম দফায় ১৯৮১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। পরে ২০১৮ সালে আবার ক্ষমতায় ফিরে ২০২০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার সময় তার বয়স ছিল ৯৪ বছর, যা তাকে সে সময় বিশ্বের সবচেয়ে প্রবীণ নির্বাচিত সরকারপ্রধানের মর্যাদা এনে দেয়। সূত্র: এএফপি
নতুন কথা/ এসআর
আন্তর্জাতিক ডেস্ক 




















