আইপিএলের নিলামে কাড়াকাড়ি করে ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) দলে যুক্ত হন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। তবে বিসিসিআইয়ের নির্দেশে কোনো ম্যাচ খেলার আগে তাকে দলে রাখা বাতিল করা হয়। চুক্তি বাতিল হওয়ার পরও নিজের কোনো দোষ বা ইনজুরির জন্য নয়, মুস্তাফিজ কোনো ক্ষতিপূরণ পাবেন না।
এর পেছনে রয়েছে আইপিএলের বিমা কাঠামো। আইপিএলের প্রতিটি খেলোয়াড়ের চুক্তি বিমাকৃত হলেও, বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে সাধারণত বিমা থেকে বেতন পাওয়া যায় কেবল ক্যাম্পে যোগ দেওয়ার পর বা টুর্নামেন্ট চলাকালীন চোটের ক্ষেত্রে, সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত।
মুস্তাফিজের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। কারণ, তার চুক্তি বাতিল হয়েছে টুর্নামেন্ট শুরুর আগে এবং রাজনৈতিক কারণে। এটি কোনো ইনজুরি বা ক্রিকেটীয় পারফরম্যান্স সংক্রান্ত বিষয় নয়। ফলে বিমা কোম্পানি কিংবা কেকেআরের পক্ষ থেকে অর্থ প্রদানের কোনো আইনি বাধ্যবাধকতা নেই।
আইপিএলের একটি সূত্র পিটিআইকে জানিয়েছেন, কেকেআর বা বিসিসিআইয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হলেও তা জটিল। সূত্রটি বলেন, “এই পরিস্থিতি বিমার আওতায় পড়ে না, তাই কেকেআরের কোনো টাকার দায়িত্ব নেই। মুস্তাফিজ চাইলে আইনি লড়াই শুরু করতে পারেন, তবে আইপিএল ভারতীয় আইনের অধীনে পরিচালিত হয়। ভবিষ্যতের বিষয়টি বিবেচনা করে সাধারণত কোনো বিদেশি ক্রিকেটার কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (CAS) পর্যন্ত যাওয়ার ঝুঁকি নেয় না।”
এভাবে, মুস্তাফিজের চুক্তি বাতিল হওয়ায় বিপুল অঙ্কের অর্থের ক্ষতিপূরণ পাওয়ার আশা ছিন্ন হয়ে গেছে, যা ক্রিকেট ফ্যান এবং খেলোয়াড়দের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
নতুন কথা/ এসআর
নিজস্ব প্রতিবেদক: 




















