ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় নিজ বাসা থেকে জামায়াত নেতার মরদেহ উদ্ধার ত্বকের বলিরেখা কমাতে যেসব প্রাকৃতিক তেল হতে পারে ভরসা ভারতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ আইসিসির, অবস্থানে অটল বিসিবি ইরানে নজিরবিহীন বিক্ষোভে নিহত প্রায় ২ হাজার মানুষ: সরকারি কর্মকর্তা বিএনপি নেতা ডাবলুর মৃত্যু: অভিযানে অংশ নেওয়া সব সেনাসদস্য প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন জ্বালানি সরবরাহ বড় চ্যালেঞ্জ, তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় সরকার: সালেহউদ্দিন আহমেদ আগামী নির্বাচনই নির্ধারণ করবে বাংলাদেশের অগ্রযাত্রা : সালাহউদ্দিন আহমদ সবোজলাইয়ের নায়ক-খলনায়ক রাতেও বার্নসলিকে উড়িয়ে চতুর্থ রাউন্ডে লিভারপুল জীবনদর্শনের দূরত্বেই ফাটল: যে কারণে টেকেনি তাহসান-রোজার সংসার শিক্ষা শুধু চাকরির কারখানা নয়, সৃজনশীল মানুষ গড়ার পথ: প্রধান উপদেষ্টা

ভারতে খেলতে না যাওয়ার অবস্থানে অনড় বাংলাদেশ: আসিফ নজরুল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:০৬:০৯ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

বর্তমান পরিস্থিতিতে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তে বাংলাদেশ অনড় রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, এই অবস্থানের যৌক্তিকতা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে স্পষ্টভাবে তুলে ধরা সম্ভব হবে বলেও সরকার আশাবাদী।

বুধবার (৭ জানুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের পরিচালকরা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আসিফ নজরুল বলেন, ক্রিকেটারদের নিরাপত্তা, দেশের সার্বিক নিরাপত্তা এবং বাংলাদেশের মর্যাদার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না। তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেট খেলতে চায়, বিশ্বকাপেও খেলতে চায়। তবে আয়োজক দেশ হিসেবে ভারতের পাশাপাশি শ্রীলঙ্কাও থাকায়, প্রয়োজনে শ্রীলঙ্কার ভেন্যুতে ম্যাচ আয়োজনের পক্ষে বাংলাদেশের অবস্থান স্পষ্ট।

উপদেষ্টা আরও বলেন, ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান দৃঢ় ও সুস্পষ্ট। কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে আইসিসিকে যৌক্তিক ব্যাখ্যা দেওয়া হবে। তার আশা, আইসিসি বাংলাদেশের যুক্তিগুলো নিরপেক্ষ ও সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করবে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করবে।

প্রসঙ্গত, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্বের চারটি ম্যাচই ভারতের ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কে অবনতি এবং নিরাপত্তা উদ্বেগের কারণে এসব ম্যাচ ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মধ্যে ভারতের বাইরে নিজেদের ম্যাচ আয়োজনের অনুরোধ জানিয়ে আইসিসির কাছে আবেদন করেছে বিসিবি।

নতুন কথা/এসআর

 

ঢাকায় নিজ বাসা থেকে জামায়াত নেতার মরদেহ উদ্ধার

ভারতে খেলতে না যাওয়ার অবস্থানে অনড় বাংলাদেশ: আসিফ নজরুল

আপডেট সময় ০৭:০৬:০৯ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬

বর্তমান পরিস্থিতিতে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তে বাংলাদেশ অনড় রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, এই অবস্থানের যৌক্তিকতা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে স্পষ্টভাবে তুলে ধরা সম্ভব হবে বলেও সরকার আশাবাদী।

বুধবার (৭ জানুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের পরিচালকরা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আসিফ নজরুল বলেন, ক্রিকেটারদের নিরাপত্তা, দেশের সার্বিক নিরাপত্তা এবং বাংলাদেশের মর্যাদার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না। তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেট খেলতে চায়, বিশ্বকাপেও খেলতে চায়। তবে আয়োজক দেশ হিসেবে ভারতের পাশাপাশি শ্রীলঙ্কাও থাকায়, প্রয়োজনে শ্রীলঙ্কার ভেন্যুতে ম্যাচ আয়োজনের পক্ষে বাংলাদেশের অবস্থান স্পষ্ট।

উপদেষ্টা আরও বলেন, ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান দৃঢ় ও সুস্পষ্ট। কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে আইসিসিকে যৌক্তিক ব্যাখ্যা দেওয়া হবে। তার আশা, আইসিসি বাংলাদেশের যুক্তিগুলো নিরপেক্ষ ও সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করবে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করবে।

প্রসঙ্গত, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্বের চারটি ম্যাচই ভারতের ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কে অবনতি এবং নিরাপত্তা উদ্বেগের কারণে এসব ম্যাচ ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মধ্যে ভারতের বাইরে নিজেদের ম্যাচ আয়োজনের অনুরোধ জানিয়ে আইসিসির কাছে আবেদন করেছে বিসিবি।

নতুন কথা/এসআর