ক্রীড়া উপদেষ্টার বক্তব্যকে আইসিসির কোনো আনুষ্ঠানিক জবাব হিসেবে দেখা যাচ্ছে না বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সাম্প্রতিক বক্তব্যের পর বিষয়টি স্পষ্ট করতে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তি দেয় বিসিবি।
বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে আইসিসির নিরাপত্তা সংক্রান্ত যে চিঠির কথা ক্রীড়া উপদেষ্টা উল্লেখ করেছেন, সেটি বাংলাদেশের ম্যাচ ভারতের বাইরে আয়োজনের বিষয়ে বিসিবির আনুষ্ঠানিক আবেদনের সরাসরি বা চূড়ান্ত কোনো জবাব নয়। বরং এটি নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন নিয়ে আইসিসি ও বিসিবির মধ্যে চলমান অভ্যন্তরীণ যোগাযোগের অংশ মাত্র।
বিসিবির ভাষ্য অনুযায়ী, ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে তারা আগেই আইসিসিকে উদ্বেগের কথা জানিয়েছে। সেই সঙ্গে খেলোয়াড় ও দলের সার্বিক নিরাপত্তা বিবেচনায় ভারতের বাইরে বিকল্প ভেন্যু নির্ধারণের অনুরোধও করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো আইসিসির আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা লিখিত উত্তর পাওয়া যায়নি বলে জানিয়েছে বোর্ড।
এর আগে সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান, আইসিসির নিরাপত্তা বিভাগ বিসিবিকে পাঠানো এক চিঠিতে ভারতের বিশ্বকাপে বাংলাদেশ দলের জন্য তিনটি সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করেছে। তার ভাষ্য অনুযায়ী, ওই চিঠিতে দলে মুস্তাফিজুর রহমানের অন্তর্ভুক্তি, বাংলাদেশি সমর্থকদের জাতীয় দলের জার্সি পরে চলাফেরা এবং দেশে আসন্ন জাতীয় নির্বাচন- এই তিনটি বিষয়কে ঝুঁকির কারণ হিসেবে তুলে ধরা হয়েছে।
তবে আইসিসির এমন মূল্যায়নকে সম্পূর্ণ অবাস্তব বলে আখ্যা দেন ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, যদি আইসিসি ধরে নেয় যে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে নিজেদের সেরা বোলারকে বাদ দেবে, সমর্থকদের জার্সি পরা বন্ধ করবে বা ক্রিকেটের জন্য জাতীয় নির্বাচন পেছাবে- তাহলে সেটি বাস্তবতা-বিবর্জিত প্রত্যাশা ছাড়া কিছু নয়। তার মতে, মুস্তাফিজুর রহমান ইস্যু এবং চিঠিতে উল্লেখিত বিষয়গুলোই প্রমাণ করে যে ভারতে বাংলাদেশ দলের জন্য ক্রিকেট খেলা ক্রমেই অসম্ভব হয়ে উঠছে।
এই অবস্থায় ভারতের বাইরে বিশ্বকাপ ম্যাচ আয়োজনের দাবিতে বিসিবির অবস্থান কতটা জোরালো হয় এবং আইসিসি শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই এখন তাকিয়ে আছে দেশের ক্রিকেট অঙ্গন।
নতুন কথা/এসআর
নিজস্ব প্রতিবেদক: 




















