ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাষাসংগ্রামী আহমদ রফিকের মরদেহ শনিবার শহীদ মিনারে নেওয়া হবে রাজবাড়ী জেলা ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক কমরেড আরমান আলীর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক বীরমুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বাবুর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক বিমান দুর্ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পার্বত্য চুক্তি বাতিলের কথা ইতিহাস মুছে ফেলার আয়োজন। রাজনীতির নতুন মুখোশ, বামপন্থার বিভ্রান্তি ও ভবিষ্যতের সন্ধান চাঁদপুরে সিনিয়র যুব রেড ক্রিসেন্ট ফোরামের নতুন কমিটি গঠন কাবুলে আসন্ন পানি সংকট গোপালগঞ্জে জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে পুরান ঢাকায় বিএনপির বিক্ষোভ

গুজরাটে ২৪২ যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত, বহু হতাহতের আশঙ্কা

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সময় ১টা থেকে ২টার মধ্যে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটিতে মোট ২৪২ জন যাত্রী ছিলেন। এই ভয়াবহ ঘটনায় ব্যাপক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের বার্মিংহামের উদ্দেশ্যে যাত্রা করেছিল। উড্ডয়নের কিছু সময় পরই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে শহরের অদূরে বিধ্বস্ত হয়।

ঘটনার পরপরই উদ্ধারকারী দল এবং স্থানীয় প্রশাসন দুর্ঘটনাস্থলে ছুটে যায়। চলছে উদ্ধার কার্যক্রম। তবে এখন পর্যন্ত ঠিক কতজন যাত্রী প্রাণ হারিয়েছেন বা আহত হয়েছেন, সে বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য জানানো হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তদন্ত শুরু করেছে।

এদিকে, দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটিকেই দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

দুর্ঘটনাস্থলের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়ার ব্যবস্থা চলছে।

বিস্তারিত তথ্য জানার জন্য অপেক্ষা করছেন দেশবাসী এবং আন্তর্জাতিক মহল। সামাজিক মাধ্যমে ইতোমধ্যে বিমানটির যাত্রীদের পরিবারের মধ্যে চরম উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।

 

নতুনকথা/এএস

জনপ্রিয় সংবাদ

ভাষাসংগ্রামী আহমদ রফিকের মরদেহ শনিবার শহীদ মিনারে নেওয়া হবে

গুজরাটে ২৪২ যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত, বহু হতাহতের আশঙ্কা

আপডেট সময় ০৯:০৩:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সময় ১টা থেকে ২টার মধ্যে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটিতে মোট ২৪২ জন যাত্রী ছিলেন। এই ভয়াবহ ঘটনায় ব্যাপক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের বার্মিংহামের উদ্দেশ্যে যাত্রা করেছিল। উড্ডয়নের কিছু সময় পরই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে শহরের অদূরে বিধ্বস্ত হয়।

ঘটনার পরপরই উদ্ধারকারী দল এবং স্থানীয় প্রশাসন দুর্ঘটনাস্থলে ছুটে যায়। চলছে উদ্ধার কার্যক্রম। তবে এখন পর্যন্ত ঠিক কতজন যাত্রী প্রাণ হারিয়েছেন বা আহত হয়েছেন, সে বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য জানানো হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তদন্ত শুরু করেছে।

এদিকে, দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটিকেই দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

দুর্ঘটনাস্থলের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়ার ব্যবস্থা চলছে।

বিস্তারিত তথ্য জানার জন্য অপেক্ষা করছেন দেশবাসী এবং আন্তর্জাতিক মহল। সামাজিক মাধ্যমে ইতোমধ্যে বিমানটির যাত্রীদের পরিবারের মধ্যে চরম উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।

 

নতুনকথা/এএস