ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজবাড়ী জেলা ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক কমরেড আরমান আলীর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক বীরমুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বাবুর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক বিমান দুর্ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পার্বত্য চুক্তি বাতিলের কথা ইতিহাস মুছে ফেলার আয়োজন। রাজনীতির নতুন মুখোশ, বামপন্থার বিভ্রান্তি ও ভবিষ্যতের সন্ধান চাঁদপুরে সিনিয়র যুব রেড ক্রিসেন্ট ফোরামের নতুন কমিটি গঠন কাবুলে আসন্ন পানি সংকট গোপালগঞ্জে জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে পুরান ঢাকায় বিএনপির বিক্ষোভ আবুল বারাকত এতদিন বাইরে ছিলেন সেটাই অনেক!

কক্সবাজারে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ৩, আহত ৭

কক্সবাজারের রামু উপজেলায় যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই নারী ও এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন।

সোমবার (১৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে রামুর রশিদনগর এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী পুরবী পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে কক্সবাজারগামী একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটি সড়ক থেকে ছিটকে পড়ে পাশের খাদে এবং কাভার্ডভ্যানটি গিয়ে একটি গাছের সঙ্গে আটকে যায়।

দুর্ঘটনাস্থলেই তিনজন বাসযাত্রী প্রাণ হারান। নিহতদের মধ্যে দুই নারী ও এক শিশু রয়েছে। আহত সাতজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ওসি নাছির উদ্দিন আরও জানান, দুর্ঘটনার পর বাস ও কাভার্ডভ্যানের চালকরা পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধারে কাজ করছে। এছাড়া যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে।

 

নতুন কথা/এএস

রাজবাড়ী জেলা ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক কমরেড আরমান আলীর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক

কক্সবাজারে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ৩, আহত ৭

আপডেট সময় ০৫:১৫:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫

কক্সবাজারের রামু উপজেলায় যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই নারী ও এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন।

সোমবার (১৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে রামুর রশিদনগর এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী পুরবী পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে কক্সবাজারগামী একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটি সড়ক থেকে ছিটকে পড়ে পাশের খাদে এবং কাভার্ডভ্যানটি গিয়ে একটি গাছের সঙ্গে আটকে যায়।

দুর্ঘটনাস্থলেই তিনজন বাসযাত্রী প্রাণ হারান। নিহতদের মধ্যে দুই নারী ও এক শিশু রয়েছে। আহত সাতজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ওসি নাছির উদ্দিন আরও জানান, দুর্ঘটনার পর বাস ও কাভার্ডভ্যানের চালকরা পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধারে কাজ করছে। এছাড়া যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে।

 

নতুন কথা/এএস