ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় নিজ বাসা থেকে জামায়াত নেতার মরদেহ উদ্ধার ত্বকের বলিরেখা কমাতে যেসব প্রাকৃতিক তেল হতে পারে ভরসা ভারতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ আইসিসির, অবস্থানে অটল বিসিবি ইরানে নজিরবিহীন বিক্ষোভে নিহত প্রায় ২ হাজার মানুষ: সরকারি কর্মকর্তা বিএনপি নেতা ডাবলুর মৃত্যু: অভিযানে অংশ নেওয়া সব সেনাসদস্য প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন জ্বালানি সরবরাহ বড় চ্যালেঞ্জ, তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় সরকার: সালেহউদ্দিন আহমেদ আগামী নির্বাচনই নির্ধারণ করবে বাংলাদেশের অগ্রযাত্রা : সালাহউদ্দিন আহমদ সবোজলাইয়ের নায়ক-খলনায়ক রাতেও বার্নসলিকে উড়িয়ে চতুর্থ রাউন্ডে লিভারপুল জীবনদর্শনের দূরত্বেই ফাটল: যে কারণে টেকেনি তাহসান-রোজার সংসার শিক্ষা শুধু চাকরির কারখানা নয়, সৃজনশীল মানুষ গড়ার পথ: প্রধান উপদেষ্টা

গ্যাস সংকটে স্বস্তির খবর, তিতাসে নতুন কূপ খনন শুরু

দেশের জ্বালানি সরবরাহ জোরদারে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে নতুন একটি গ্যাসকূপের খনন কাজ শুরু হয়েছে। বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) উদ্যোগে তিতাস গ্যাস ফিল্ডের ‘সি’ লোকেশনে ২৮ নম্বর কূপ খননের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খনন কার্যক্রমের সূচনা করেন পেট্রোবাংলার পরিচালক (প্রকৌশল) মো. শোয়েব। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, কূপটির খনন কাজ সম্পন্ন হলে প্রতিদিন কমপক্ষে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে পেট্রোবাংলার পরিচালক মো. শোয়েব বলেন, বিজিএফসিএলের তত্ত্বাবধানে পরিচালিত গ্যাস ফিল্ডগুলোতে উৎপাদন ইতোমধ্যেই বৃদ্ধি পেয়েছে। নতুন কূপ খনন ও ওয়ার্কওভার প্রকল্পগুলো বাস্তবায়ন হলে দেশের চলমান জ্বালানি সংকট অনেকাংশে কাটিয়ে ওঠা সম্ভব হবে। তিনি জানান, তিতাস গ্যাস ফিল্ডের ৩১ নম্বর এবং বাখরাবাদ গ্যাস ফিল্ডের ১১ নম্বর গভীর কূপ খননের প্রকল্পও হাতে নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তিতাস গ্যাস ফিল্ডের ‘সি’ লোকেশনে প্রথম দফা গ্যাস অনুসন্ধান জরিপ পরিচালিত হয় ২০১২ সালে। পরবর্তীতে ২০২০ সালে জরিপ প্রতিবেদনের পর্যালোচনার ভিত্তিতে তিতাসে নতুন তিনটি কূপ খননের পরিকল্পনা গ্রহণ করে বিজিএফসিএল। এই প্রকল্পের আওতায় গাজীপুরে অবস্থিত কামতা গ্যাস ফিল্ডেও একটি কূপ খননের পরিকল্পনা রয়েছে।

তিতাস ও কামতা গ্যাস ফিল্ডে মোট চারটি কূপ খননে ব্যয় ধরা হয়েছে প্রায় এক হাজার ২৫০ কোটি টাকা। প্রকল্পগুলো বাস্তবায়ন শেষে প্রতিদিন জাতীয় গ্রিডে প্রায় ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

তিতাস গ্যাস ফিল্ডের ২৮ নম্বর কূপের খনন কাজ একটি চীনা প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হচ্ছে। প্রায় দুই মাসের মধ্যে খনন কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এরপর কূপটি থেকে প্রতিদিন আনুমানিক ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে জাতীয় গ্রিডে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফারুক হোসেন, কোম্পানি সচিব মোজাহার আলী এবং তিতাস ও মেঘনা গ্যাস ফিল্ডে চারটি কূপ খনন প্রকল্পের পরিচালক এ কে এম জসিম উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

নতুনকথা/এএস

ঢাকায় নিজ বাসা থেকে জামায়াত নেতার মরদেহ উদ্ধার

গ্যাস সংকটে স্বস্তির খবর, তিতাসে নতুন কূপ খনন শুরু

আপডেট সময় ০৯:১৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

দেশের জ্বালানি সরবরাহ জোরদারে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে নতুন একটি গ্যাসকূপের খনন কাজ শুরু হয়েছে। বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) উদ্যোগে তিতাস গ্যাস ফিল্ডের ‘সি’ লোকেশনে ২৮ নম্বর কূপ খননের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খনন কার্যক্রমের সূচনা করেন পেট্রোবাংলার পরিচালক (প্রকৌশল) মো. শোয়েব। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, কূপটির খনন কাজ সম্পন্ন হলে প্রতিদিন কমপক্ষে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে পেট্রোবাংলার পরিচালক মো. শোয়েব বলেন, বিজিএফসিএলের তত্ত্বাবধানে পরিচালিত গ্যাস ফিল্ডগুলোতে উৎপাদন ইতোমধ্যেই বৃদ্ধি পেয়েছে। নতুন কূপ খনন ও ওয়ার্কওভার প্রকল্পগুলো বাস্তবায়ন হলে দেশের চলমান জ্বালানি সংকট অনেকাংশে কাটিয়ে ওঠা সম্ভব হবে। তিনি জানান, তিতাস গ্যাস ফিল্ডের ৩১ নম্বর এবং বাখরাবাদ গ্যাস ফিল্ডের ১১ নম্বর গভীর কূপ খননের প্রকল্পও হাতে নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তিতাস গ্যাস ফিল্ডের ‘সি’ লোকেশনে প্রথম দফা গ্যাস অনুসন্ধান জরিপ পরিচালিত হয় ২০১২ সালে। পরবর্তীতে ২০২০ সালে জরিপ প্রতিবেদনের পর্যালোচনার ভিত্তিতে তিতাসে নতুন তিনটি কূপ খননের পরিকল্পনা গ্রহণ করে বিজিএফসিএল। এই প্রকল্পের আওতায় গাজীপুরে অবস্থিত কামতা গ্যাস ফিল্ডেও একটি কূপ খননের পরিকল্পনা রয়েছে।

তিতাস ও কামতা গ্যাস ফিল্ডে মোট চারটি কূপ খননে ব্যয় ধরা হয়েছে প্রায় এক হাজার ২৫০ কোটি টাকা। প্রকল্পগুলো বাস্তবায়ন শেষে প্রতিদিন জাতীয় গ্রিডে প্রায় ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

তিতাস গ্যাস ফিল্ডের ২৮ নম্বর কূপের খনন কাজ একটি চীনা প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হচ্ছে। প্রায় দুই মাসের মধ্যে খনন কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এরপর কূপটি থেকে প্রতিদিন আনুমানিক ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে জাতীয় গ্রিডে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফারুক হোসেন, কোম্পানি সচিব মোজাহার আলী এবং তিতাস ও মেঘনা গ্যাস ফিল্ডে চারটি কূপ খনন প্রকল্পের পরিচালক এ কে এম জসিম উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

নতুনকথা/এএস