ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় নিজ বাসা থেকে জামায়াত নেতার মরদেহ উদ্ধার ত্বকের বলিরেখা কমাতে যেসব প্রাকৃতিক তেল হতে পারে ভরসা ভারতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ আইসিসির, অবস্থানে অটল বিসিবি ইরানে নজিরবিহীন বিক্ষোভে নিহত প্রায় ২ হাজার মানুষ: সরকারি কর্মকর্তা বিএনপি নেতা ডাবলুর মৃত্যু: অভিযানে অংশ নেওয়া সব সেনাসদস্য প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন জ্বালানি সরবরাহ বড় চ্যালেঞ্জ, তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় সরকার: সালেহউদ্দিন আহমেদ আগামী নির্বাচনই নির্ধারণ করবে বাংলাদেশের অগ্রযাত্রা : সালাহউদ্দিন আহমদ সবোজলাইয়ের নায়ক-খলনায়ক রাতেও বার্নসলিকে উড়িয়ে চতুর্থ রাউন্ডে লিভারপুল জীবনদর্শনের দূরত্বেই ফাটল: যে কারণে টেকেনি তাহসান-রোজার সংসার শিক্ষা শুধু চাকরির কারখানা নয়, সৃজনশীল মানুষ গড়ার পথ: প্রধান উপদেষ্টা

বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব নিতে যাচ্ছেন তারেক রহমান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৪৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

দলীয় গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির চেয়ারম্যানের পদে দায়িত্ব নিতে যাচ্ছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর দলটির সর্বোচ্চ পদটি শূন্য হলেও, আনুষ্ঠানিক ঘোষণা না এলেও গঠনতান্ত্রিক বিধান অনুযায়ী তারেক রহমানই এখন বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।

বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা জানিয়েছেন, দলীয় গঠনতন্ত্র অনুসারে চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান অবশিষ্ট মেয়াদের জন্য স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। সে অনুযায়ী তারেক রহমান ইতোমধ্যেই বিএনপির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন এবং শিগগিরই বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

বিএনপির গঠনতন্ত্রের ৭-এর ‘গ’ ধারার (৩) উপধারায় বলা হয়েছে, “যেকোনো কারণে চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান অবশিষ্ট মেয়াদের জন্য চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন এবং নতুন চেয়ারম্যান নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি ওই দায়িত্বে বহাল থাকবেন।” এই বিধান অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবেই বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন তারেক রহমান।

গত ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে বিএনপির চেয়ারম্যান পদটি শূন্য হয়। ১৯৮৪ সালের ১০ মে থেকে চলতি বছরের ৩০ ডিসেম্বর পর্যন্ত দীর্ঘ চার দশকেরও বেশি সময় তিনি দলটির সর্বোচ্চ নেতৃত্বের দায়িত্ব পালন করেন।

দলীয় সূত্র জানায়, বেগম খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর থেকেই তারেক রহমান বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে দলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছেন। বিএনপির গঠনতন্ত্রের ৭(গ) ধারার উপধারা (২) অনুযায়ী চেয়ারম্যানের সাময়িক অনুপস্থিতিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে চেয়ারের সব দায়িত্ব পালন করবেন। সে অনুযায়ী ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য জানান, দলীয় শূন্যতা দূর করা এবং সাংগঠনিক ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসবে। তাঁদের মতে, আগামী এক থেকে দুই দিনের মধ্যেই দলের স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে পূর্ণ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের বিষয়টি ঘোষণা করা হতে পারে।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু একটি জাতীয় দৈনিককে বলেন, “বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শুধু বিএনপির নেতাকর্মীরাই নয়, পুরো দেশই অভিভাবকহীন হয়ে পড়েছে। তাঁর সন্তান তারেক রহমান নিজেও গভীর শোকে আচ্ছন্ন। এই পরিস্থিতিতে দলীয় পদ-পদবি নিয়ে কারো কোনো তাড়াহুড়ো নেই। তবে বাস্তবতা হলো- তারেক রহমানই এখন বিএনপির চেয়ারম্যান।”

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী থানা বিএনপির সাধারণ সদস্য হিসেবে রাজনীতিতে যাত্রা শুরু করেন। পরবর্তীতে ১৯৯১ ও ১৯৯৬ সালে তিনি দলের সাংগঠনিক দায়িত্ব পালন করেন। ২০০২ সালে তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব নির্বাচিত হন।

২০০৭ সালের এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের পর তারেক রহমান গ্রেপ্তার হন। ২০০৮ সালে মুক্তি পেয়ে চিকিৎসার উদ্দেশ্যে সপরিবারে যুক্তরাজ্যে যান। ২০১৮ সালে বেগম খালেদা জিয়া কারাবন্দি হলে যুক্তরাজ্য থেকেই তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দল পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ ১৭ বছরের প্রবাসজীবন শেষে গত ২৫ ডিসেম্বর তিনি দেশে ফেরেন।

নতুন কথা/এসআর

 

জনপ্রিয় সংবাদ

ঢাকায় নিজ বাসা থেকে জামায়াত নেতার মরদেহ উদ্ধার

বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব নিতে যাচ্ছেন তারেক রহমান

আপডেট সময় ০১:৪৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬

দলীয় গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির চেয়ারম্যানের পদে দায়িত্ব নিতে যাচ্ছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর দলটির সর্বোচ্চ পদটি শূন্য হলেও, আনুষ্ঠানিক ঘোষণা না এলেও গঠনতান্ত্রিক বিধান অনুযায়ী তারেক রহমানই এখন বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।

বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা জানিয়েছেন, দলীয় গঠনতন্ত্র অনুসারে চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান অবশিষ্ট মেয়াদের জন্য স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। সে অনুযায়ী তারেক রহমান ইতোমধ্যেই বিএনপির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন এবং শিগগিরই বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

বিএনপির গঠনতন্ত্রের ৭-এর ‘গ’ ধারার (৩) উপধারায় বলা হয়েছে, “যেকোনো কারণে চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান অবশিষ্ট মেয়াদের জন্য চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন এবং নতুন চেয়ারম্যান নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি ওই দায়িত্বে বহাল থাকবেন।” এই বিধান অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবেই বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন তারেক রহমান।

গত ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে বিএনপির চেয়ারম্যান পদটি শূন্য হয়। ১৯৮৪ সালের ১০ মে থেকে চলতি বছরের ৩০ ডিসেম্বর পর্যন্ত দীর্ঘ চার দশকেরও বেশি সময় তিনি দলটির সর্বোচ্চ নেতৃত্বের দায়িত্ব পালন করেন।

দলীয় সূত্র জানায়, বেগম খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর থেকেই তারেক রহমান বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে দলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছেন। বিএনপির গঠনতন্ত্রের ৭(গ) ধারার উপধারা (২) অনুযায়ী চেয়ারম্যানের সাময়িক অনুপস্থিতিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে চেয়ারের সব দায়িত্ব পালন করবেন। সে অনুযায়ী ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য জানান, দলীয় শূন্যতা দূর করা এবং সাংগঠনিক ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসবে। তাঁদের মতে, আগামী এক থেকে দুই দিনের মধ্যেই দলের স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে পূর্ণ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের বিষয়টি ঘোষণা করা হতে পারে।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু একটি জাতীয় দৈনিককে বলেন, “বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শুধু বিএনপির নেতাকর্মীরাই নয়, পুরো দেশই অভিভাবকহীন হয়ে পড়েছে। তাঁর সন্তান তারেক রহমান নিজেও গভীর শোকে আচ্ছন্ন। এই পরিস্থিতিতে দলীয় পদ-পদবি নিয়ে কারো কোনো তাড়াহুড়ো নেই। তবে বাস্তবতা হলো- তারেক রহমানই এখন বিএনপির চেয়ারম্যান।”

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী থানা বিএনপির সাধারণ সদস্য হিসেবে রাজনীতিতে যাত্রা শুরু করেন। পরবর্তীতে ১৯৯১ ও ১৯৯৬ সালে তিনি দলের সাংগঠনিক দায়িত্ব পালন করেন। ২০০২ সালে তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব নির্বাচিত হন।

২০০৭ সালের এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের পর তারেক রহমান গ্রেপ্তার হন। ২০০৮ সালে মুক্তি পেয়ে চিকিৎসার উদ্দেশ্যে সপরিবারে যুক্তরাজ্যে যান। ২০১৮ সালে বেগম খালেদা জিয়া কারাবন্দি হলে যুক্তরাজ্য থেকেই তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দল পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ ১৭ বছরের প্রবাসজীবন শেষে গত ২৫ ডিসেম্বর তিনি দেশে ফেরেন।

নতুন কথা/এসআর