মুস্তাফিজুর রহমানকে ঘিরে তৈরি হওয়া সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। একই সঙ্গে ভারতের ভেন্যু পরিবর্তন করে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ আয়োজনের দাবি জানাবে বিসিবি। এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে।
রোববার দুপুরে বিসিবির ১৭ জন পরিচালকের উপস্থিতিতে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিসিবির দায়িত্বশীল সূত্র জানায়, বর্তমান বাস্তবতায় ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়, এই বার্তাই আইসিসিকে জানানো হবে।
বিসিবির এই অবস্থানের মূল কারণ আইপিএলে মুস্তাফিজ ইস্যুতে উদ্ভূত পরিস্থিতি। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে দল থেকে ছেড়ে দিতে বাধ্য হওয়ার ঘটনায় বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। এ ঘটনার পর ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও কঠোর অবস্থান নেন। তিনি স্পষ্ট করে বলেন, ‘যেখানে একজন ক্রিকেটারের নিরাপত্তা ও খেলার নিশ্চয়তা নেই, সেখানে পুরো দল নিরাপদ বোধ করতে পারে না।’ সরকারের এই মনোভাবের পরই বিসিবি ভেন্যু পরিবর্তনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়।
এর আগে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর শনিবার রাতেও বিসিবির পরিচালকেরা বৈঠকে বসেছিলেন। তখন বেশির ভাগ পরিচালক পরিস্থিতি পর্যবেক্ষণের পক্ষে মত দিলেও সরকারের অবস্থান স্পষ্ট হওয়ার পর রোববারের সভায় সিদ্ধান্ত বদলানো হয়।
উল্লেখ্য, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। রাজনৈতিক টানাপোড়েনের কারণে পাকিস্তানের সব ম্যাচ আগেই শ্রীলঙ্কায় আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই যুক্তিতে বাংলাদেশও এখন নিজেদের ম্যাচ ভারতের বাইরে আয়োজনের দাবি তুলেছে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী, ‘সি’ গ্রুপে বাংলাদেশের ম্যাচগুলো কলকাতা ও মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এর মধ্যেই বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বিসিবি। আইসিসিকে পাঠানো তালিকায় লিটন দাসের নেতৃত্বে দল গঠন করা হয়েছে, যেখানে সহ-অধিনায়ক হিসেবে রয়েছেন সাইফ হাসান। তবে বিপিএলে ভালো পারফরম্যান্স করা ক্রিকেটারদের জন্য এখনো দলে জায়গা পাওয়ার সুযোগ খোলা রাখা হয়েছে। নাজমুল হোসেন শান্ত, রিপন মন্ডল কিংবা আলিস ইসলামের মতো ক্রিকেটাররা বিবেচনায় আসতে পারেন। আইসিসির নিয়ম অনুযায়ী, আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত কোনো কারণ দর্শানো ছাড়াই স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে বিসিবি।
নতুন কথা/এসআর
নিজস্ব সংবাদ : 























