বিমান দুর্ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা কমরেড মাহমুদুল হাসান মানিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড নুর আহমদ বকুল।
শোক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর (এফ-৭ বিজিআই) প্রশিক্ষণ বিমান আজ ২১ জুলাই সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পর মাইলস্টোন স্কুল-কলেজের একটি ভবনের উপর বিধ্বস্ত হলে বিস্ফোরণ ও অগ্নিকান্ড ঘটে। যাতে অনেকে অগ্নিদগ্ধ হয়েছে যা মর্মান্তিক ও বর্ণনাতীত।
নেতৃবৃন্দ এই দুর্ঘটনা কবলিত ছাত্র-ছাত্রীদের পাশে সবাইকে দাঁড়ানোর জন্য ঢাকাবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন।
নেতৃবৃন্দ এই ঘটনা থেকে সবাইকে শিক্ষা নিতে হবে বলে উল্লেখ করেন। প্রশিক্ষণ বিমান জনাকীর্ণ এলাকা এড়িয়েই প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। অথচ আমরা দেখলাম ঢাকার মতো এমন জনবহুল শহরের উপর প্রশিক্ষণ কিভাবে চলছিল। এটা কর্তৃপক্ষকে ভেবে দেখা দরকার। নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। যাতে তারা এই শোক কাটিয়ে উঠতে পারে।