ঢাকা ০২:৫১ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজবাড়ী জেলা ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক কমরেড আরমান আলীর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক বীরমুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বাবুর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক বিমান দুর্ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পার্বত্য চুক্তি বাতিলের কথা ইতিহাস মুছে ফেলার আয়োজন। রাজনীতির নতুন মুখোশ, বামপন্থার বিভ্রান্তি ও ভবিষ্যতের সন্ধান চাঁদপুরে সিনিয়র যুব রেড ক্রিসেন্ট ফোরামের নতুন কমিটি গঠন কাবুলে আসন্ন পানি সংকট গোপালগঞ্জে জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে পুরান ঢাকায় বিএনপির বিক্ষোভ আবুল বারাকত এতদিন বাইরে ছিলেন সেটাই অনেক!
তিন জাতীয় নির্বাচন

অনিয়ম খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন

ফাইল ফুটেজ

২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ওঠা অভিযোগ ও বিতর্কের পরিপ্রেক্ষিতে ওইসব নির্বাচনে অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক পক্ষপাতিত্ব তদন্তে একটি স্বতন্ত্র কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

বৃহস্পতিবার (২৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এই তদন্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি শামীম হাসনাইন। কমিটির অন্য সদস্যরা হলেন: সাবেক অতিরিক্ত সচিব শামীম আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপণ, জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী ব্যারিস্টার তাজরিয়ান আকরাম হোসাইন এবং নির্বাচন বিশ্লেষক ড. মো. আব্দুল আলীম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, উল্লেখিত তিনটি জাতীয় নির্বাচন নিয়ে দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও বিতর্ক দেখা দিয়েছে। ভোটারদের ইচ্ছাকে উপেক্ষা করে নির্বাচনী ফলাফল প্রভাবিত করার অভিযোগও এসেছে একাধিক মহল থেকে। এর ফলে গণতন্ত্র, আইনের শাসন ও নাগরিক অধিকার হুমকির মুখে পড়েছে বলেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

এই বাস্তবতায়, ভবিষ্যতে যেন নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হতে পারে—সে লক্ষ্যে সুপারিশ প্রণয়ন ও পূর্ববর্তী নির্বাচনী প্রক্রিয়াগুলোর নিরপেক্ষ মূল্যায়নের উদ্দেশ্যে এই তদন্ত কমিটি কাজ করবে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত ও সুপারিশসংবলিত চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দিতে হবে কমিটিকে।

রাজবাড়ী জেলা ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক কমরেড আরমান আলীর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক

তিন জাতীয় নির্বাচন

অনিয়ম খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন

আপডেট সময় ০২:৫৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫

২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ওঠা অভিযোগ ও বিতর্কের পরিপ্রেক্ষিতে ওইসব নির্বাচনে অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক পক্ষপাতিত্ব তদন্তে একটি স্বতন্ত্র কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

বৃহস্পতিবার (২৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এই তদন্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি শামীম হাসনাইন। কমিটির অন্য সদস্যরা হলেন: সাবেক অতিরিক্ত সচিব শামীম আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপণ, জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী ব্যারিস্টার তাজরিয়ান আকরাম হোসাইন এবং নির্বাচন বিশ্লেষক ড. মো. আব্দুল আলীম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, উল্লেখিত তিনটি জাতীয় নির্বাচন নিয়ে দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও বিতর্ক দেখা দিয়েছে। ভোটারদের ইচ্ছাকে উপেক্ষা করে নির্বাচনী ফলাফল প্রভাবিত করার অভিযোগও এসেছে একাধিক মহল থেকে। এর ফলে গণতন্ত্র, আইনের শাসন ও নাগরিক অধিকার হুমকির মুখে পড়েছে বলেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

এই বাস্তবতায়, ভবিষ্যতে যেন নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হতে পারে—সে লক্ষ্যে সুপারিশ প্রণয়ন ও পূর্ববর্তী নির্বাচনী প্রক্রিয়াগুলোর নিরপেক্ষ মূল্যায়নের উদ্দেশ্যে এই তদন্ত কমিটি কাজ করবে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত ও সুপারিশসংবলিত চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দিতে হবে কমিটিকে।