এক দিনের বিরতি শেষে বিপিএলে নিজেদের প্রথম ম্যাচেই দাপুটে পারফরম্যান্স দেখাল রংপুর রাইডার্স। বল ও ব্যাট, দুই বিভাগেই আধিপত্য বিস্তার করে চট্টগ্রাম রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে টুর্নামেন্ট শুরু করল রংপুর।
সোমবার (২৯ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় চট্টগ্রাম। ইনিংসের প্রথম ওভারেই নাহিদ রানার পেসে আউট হন বিদেশি ওপেনার অ্যাডাম রোসিনটন (১)। এরপর কোটি টাকা দামের ওপেনার নাঈম শেখ ও তিন নম্বরে নামা মির্জা বেগ ৪৪ রানের জুটি গড়ে ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন।
নাঈম শেখ ছিলেন চট্টগ্রামের একমাত্র উজ্জ্বল দিক। তিনি ২০ বলে ৩৯ রানের ঝলমলে ইনিংস খেলেন, যেখানে ছিল সাতটি চার ও একটি ছক্কা। তবে নাঈম আউট হতেই ব্যাটিং ধসে পড়ে চট্টগ্রামের। ৫১ রানে ৪ উইকেট হারানো দলটি কিছুক্ষণের মধ্যেই বিপর্যয়ে পড়ে। ৭৬ রানে সপ্তম উইকেট এবং শেষ পর্যন্ত ১৭.৫ ওভারে মাত্র ১০২ রানে গুটিয়ে যায় তারা।
রংপুরের বোলিং আক্রমণে সবচেয়ে বিধ্বংসী ছিলেন পাকিস্তানি পেস অলরাউন্ডার ফাহিম আশরাফ। তিনি ১৭ রান খরচায় ৫ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এবং ম্যাচসেরার পুরস্কারও জিতে নেন। নাহিদ রানা শুরুতে আঘাত হানেন, আর মুস্তাফিজুর রহমান মাঝের ওভারে দুই উইকেট নিয়ে চট্টগ্রামের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন।
সহজ লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল রংপুর। দুই ওপেনার লিটন দাস ও ডেভিড মালান ১২.১ ওভারে ৯১ রানের দারুণ জুটি গড়ে ম্যাচ কার্যত নিজেদের মুঠোয় নিয়ে নেন। লিটন ৩১ বলে ৪৭ রান করেন, চারটি চার ও দুটি ছক্কার ইনিংসে। এরপর দ্রুত ফিরেন তাওহীদ হৃদয়।
ডেভিড মালান ছিলেন পুরোপুরি নির্ভার। তিনি ৪৮ বলে ৫১ রান করে জয় থেকে মাত্র দুই রান দূরে থাকতে আউট হন। তার ইনিংসে ছিল পাঁচটি চার ও দুটি ছক্কা। শেষ পর্যন্ত হাতে ৩০ বল রেখে ৭ উইকেটের বড় জয় নিশ্চিত করে রংপুর রাইডার্স।
বল ও ব্যাটে এমন দাপুটে পারফরম্যান্সে টুর্নামেন্টের শুরুতেই শক্ত বার্তা দিল রংপুর রাইডার্স।
নতুন কথা/এসআর
নিজস্ব সংবাদ : 
























