শীতের হিমেল ছোঁয়ায় যখন কাঁপছে ঢাকা, ঠিক তখনই স্মৃতির জানালা খুলে গেল ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবিরের। রাজধানীর এই মৃদু শীত তাকে ফিরিয়ে নিয়ে গেছে হাজার মাইল দূরের মার্কিন যুক্তরাষ্ট্রের অলবানিতে কাটানো এক শীতল, বরফঘেরা সময়ের কাছে।
বিশেষ করে জীবনের প্রথম তুষারপাতের অভিজ্ঞতা আজও যেন তার মনে রয়ে গেছে এক অপার্থিব সাদা জাদুর মতো। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অলবানিতে কাটানো সেই দিনের কয়েকটি ছবি শেয়ার করেছেন সাফা কবির। ছবিগুলোর সঙ্গে ক্যাপশনে উঠে এসেছে তার আবেগমাখা স্মৃতিচারণ।
সাফা লেখেন, ‘ঢাকার আজকের এই শীত আমাকে অলবানিতে কাটানো সময় আর জীবনের প্রথম তুষারপাতের অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিচ্ছে।’ তিনি আরও জানান, ‘হাড়কাঁপানো ঠান্ডা থাকলেও চারপাশটা ছিল একেবারে স্বচ্ছ সাদা জাদুর মতো। ২০২৫ সালের সেই স্মৃতি আমার মনে চিরকাল থাকবে।’
ভবিষ্যতে আবারও সেই অনুভূতি ফিরে পাওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন অভিনেত্রী। তার ভাষায়, ‘আশা করি কোনো একদিন আবারও অলবানিতে ফিরে গিয়ে সেই অভিজ্ঞতা নতুন করে অনুভব করতে পারব।’
শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, তুষারে ঢাকা প্রকৃতির মাঝে হাস্যোজ্জ্বল সাফা কবির যেন প্রকৃতির এই অনন্য সৌন্দর্য প্রাণভরে উপভোগ করছেন। তার এই স্মৃতিকাতর ও নান্দনিক পোস্টে ভক্ত-অনুরাগীদের মন্তব্যের ঘরও ভরে উঠেছে ভালোবাসা আর মুগ্ধতায়।
নতুন কথা/এসআর
নিজস্ব সংবাদ : 

























