বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আনুষ্ঠানিকভাবে দলটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।
রাতেই গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিএনপি। এতে বলা হয়, দলটির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর ফলে বিএনপির চেয়ারম্যান পদ শূন্য হয়। উদ্ভূত পরিস্থিতিতে দলের গঠনতন্ত্র অনুসারে জাতীয় স্থায়ী কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের বিষয়টি অনুমোদন দেওয়া হয়। এর মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত নেতৃত্বের অবসান ঘটিয়ে দলটির সর্বোচ্চ পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন তিনি।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়। এরপর থেকে কার্যত তার নেতৃত্বেই দল পরিচালিত হয়ে আসছিল। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন ও দলীয় বাস্তবতায় এবার আনুষ্ঠানিকভাবেই বিএনপির চেয়ারম্যানের দায়িত্বে এলেন তিনি।
বিষয়টি নিয়ে দলের পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য ও পরবর্তী কর্মসূচি শিগগিরই জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
নতুন কথা/এসআর
নিজস্ব প্রতিবেদক: 




















