ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজবাড়ী জেলা ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক কমরেড আরমান আলীর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক বীরমুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বাবুর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক বিমান দুর্ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পার্বত্য চুক্তি বাতিলের কথা ইতিহাস মুছে ফেলার আয়োজন। রাজনীতির নতুন মুখোশ, বামপন্থার বিভ্রান্তি ও ভবিষ্যতের সন্ধান চাঁদপুরে সিনিয়র যুব রেড ক্রিসেন্ট ফোরামের নতুন কমিটি গঠন কাবুলে আসন্ন পানি সংকট গোপালগঞ্জে জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে পুরান ঢাকায় বিএনপির বিক্ষোভ আবুল বারাকত এতদিন বাইরে ছিলেন সেটাই অনেক!
শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ঢাকা মেডিকেল কলেজে

ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে ছাত্র-ছাত্রীদের দ্রুত হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২১ জুন) দুপুরে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আবাসন সংকটসহ মোট পাঁচ দফা দাবিতে আন্দোলন করে আসছিল শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি ছিল- হল সংকট নিরসন, আবাসনের মানোন্নয়ন, সিট বণ্টনে স্বচ্ছতা, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করাসহ একাধিক বিষয়ে। দাবি পূরণে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় আন্দোলন গত কয়েক দিনে আরও তীব্র হয়ে ওঠে।

এর পরিপ্রেক্ষিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই কলেজ প্রশাসন অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় এবং শিক্ষার্থীদের হলে অবস্থান না করার নির্দেশ দেয়।

প্রতিষ্ঠান বন্ধ ও হল ছাড়ার এই নির্দেশনায় শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, যৌক্তিক দাবির জন্য শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন তারা। প্রশাসনের এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের অধিকারকে খর্ব করছে।

এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ বলছে, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।

এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং শিক্ষার্থীদের হল ত্যাগের সময়সীমা নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও প্রশাসন দ্রুততার সঙ্গে তা কার্যকর করতে চাচ্ছে বলে জানা গেছে।

 

নতুনকথা/এএস

রাজবাড়ী জেলা ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক কমরেড আরমান আলীর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক

শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ঢাকা মেডিকেল কলেজে

আপডেট সময় ০৪:১৮:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫

ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে ছাত্র-ছাত্রীদের দ্রুত হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২১ জুন) দুপুরে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আবাসন সংকটসহ মোট পাঁচ দফা দাবিতে আন্দোলন করে আসছিল শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি ছিল- হল সংকট নিরসন, আবাসনের মানোন্নয়ন, সিট বণ্টনে স্বচ্ছতা, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করাসহ একাধিক বিষয়ে। দাবি পূরণে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় আন্দোলন গত কয়েক দিনে আরও তীব্র হয়ে ওঠে।

এর পরিপ্রেক্ষিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই কলেজ প্রশাসন অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় এবং শিক্ষার্থীদের হলে অবস্থান না করার নির্দেশ দেয়।

প্রতিষ্ঠান বন্ধ ও হল ছাড়ার এই নির্দেশনায় শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, যৌক্তিক দাবির জন্য শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন তারা। প্রশাসনের এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের অধিকারকে খর্ব করছে।

এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ বলছে, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।

এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং শিক্ষার্থীদের হল ত্যাগের সময়সীমা নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও প্রশাসন দ্রুততার সঙ্গে তা কার্যকর করতে চাচ্ছে বলে জানা গেছে।

 

নতুনকথা/এএস