ঢাকা ১২:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় নিজ বাসা থেকে জামায়াত নেতার মরদেহ উদ্ধার ত্বকের বলিরেখা কমাতে যেসব প্রাকৃতিক তেল হতে পারে ভরসা ভারতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ আইসিসির, অবস্থানে অটল বিসিবি ইরানে নজিরবিহীন বিক্ষোভে নিহত প্রায় ২ হাজার মানুষ: সরকারি কর্মকর্তা বিএনপি নেতা ডাবলুর মৃত্যু: অভিযানে অংশ নেওয়া সব সেনাসদস্য প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন জ্বালানি সরবরাহ বড় চ্যালেঞ্জ, তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় সরকার: সালেহউদ্দিন আহমেদ আগামী নির্বাচনই নির্ধারণ করবে বাংলাদেশের অগ্রযাত্রা : সালাহউদ্দিন আহমদ সবোজলাইয়ের নায়ক-খলনায়ক রাতেও বার্নসলিকে উড়িয়ে চতুর্থ রাউন্ডে লিভারপুল জীবনদর্শনের দূরত্বেই ফাটল: যে কারণে টেকেনি তাহসান-রোজার সংসার শিক্ষা শুধু চাকরির কারখানা নয়, সৃজনশীল মানুষ গড়ার পথ: প্রধান উপদেষ্টা
নুরুল হুদা আটকের সময় ‘মব জাস্টিস’

তদন্তের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:২৬:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নুরুল হুদাকে আটকের সময় জনতা কর্তৃক ঘিরে ধরা ও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি—এ ঘটনাকে অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি স্পষ্ট জানান, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এমন পরিস্থিতি মেনে নেওয়া যায় না। যদি কোনো সদস্য এই বিশৃঙ্খলার সঙ্গে যুক্ত থাকেন, তবে তদন্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোমবার (২২ জুন) সকালে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “হাবিবুল আউয়াল নয়, গ্রেপ্তার করা হয়েছে সাবেক সিইসি নুরুল হুদাকে। তবে যেভাবে তাকে ঘিরে জনতা প্রতিক্রিয়া দেখিয়েছে, তা সভ্য সমাজে কাম্য নয়। রাষ্ট্র আইনের শাসনেই চলে, ব্যক্তিগত প্রতিশোধ বা গুজবনির্ভর প্রতিক্রিয়া নয়।”

তিনি আরও বলেন, “এই ঘটনা গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। যদি কারও দায়িত্বে অবহেলা প্রমাণিত হয়, তা হলে ছাড় দেওয়া হবে না।”

পরিদর্শনকালে তিনি দেশের কৃষি খাত নিয়ে নানা গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। জানান, কৃষিজমি রক্ষায় শিগগিরই ‘কৃষি জমি সুরক্ষা আইন’ কার্যকর করা হচ্ছে। এছাড়া দেশীয় ফল উৎপাদনেও জোর দেওয়ার আহ্বান জানান তিনি।

পরিদর্শনে জেলা প্রশাসক নাফিসা আরেফীন, পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, কালিয়াকৈর ইউএনও কাউসার আহমেদ, হর্টিকালচার সেন্টারের ইনচার্জ এনামুল হকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকায় নিজ বাসা থেকে জামায়াত নেতার মরদেহ উদ্ধার

নুরুল হুদা আটকের সময় ‘মব জাস্টিস’

তদন্তের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার

আপডেট সময় ১০:২৬:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫

সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নুরুল হুদাকে আটকের সময় জনতা কর্তৃক ঘিরে ধরা ও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি—এ ঘটনাকে অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি স্পষ্ট জানান, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এমন পরিস্থিতি মেনে নেওয়া যায় না। যদি কোনো সদস্য এই বিশৃঙ্খলার সঙ্গে যুক্ত থাকেন, তবে তদন্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোমবার (২২ জুন) সকালে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “হাবিবুল আউয়াল নয়, গ্রেপ্তার করা হয়েছে সাবেক সিইসি নুরুল হুদাকে। তবে যেভাবে তাকে ঘিরে জনতা প্রতিক্রিয়া দেখিয়েছে, তা সভ্য সমাজে কাম্য নয়। রাষ্ট্র আইনের শাসনেই চলে, ব্যক্তিগত প্রতিশোধ বা গুজবনির্ভর প্রতিক্রিয়া নয়।”

তিনি আরও বলেন, “এই ঘটনা গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। যদি কারও দায়িত্বে অবহেলা প্রমাণিত হয়, তা হলে ছাড় দেওয়া হবে না।”

পরিদর্শনকালে তিনি দেশের কৃষি খাত নিয়ে নানা গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। জানান, কৃষিজমি রক্ষায় শিগগিরই ‘কৃষি জমি সুরক্ষা আইন’ কার্যকর করা হচ্ছে। এছাড়া দেশীয় ফল উৎপাদনেও জোর দেওয়ার আহ্বান জানান তিনি।

পরিদর্শনে জেলা প্রশাসক নাফিসা আরেফীন, পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, কালিয়াকৈর ইউএনও কাউসার আহমেদ, হর্টিকালচার সেন্টারের ইনচার্জ এনামুল হকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।