ঢাকা ১০:০৬ অপরাহ্ন, শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজবাড়ী জেলা ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক কমরেড আরমান আলীর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক বীরমুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বাবুর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক বিমান দুর্ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পার্বত্য চুক্তি বাতিলের কথা ইতিহাস মুছে ফেলার আয়োজন। রাজনীতির নতুন মুখোশ, বামপন্থার বিভ্রান্তি ও ভবিষ্যতের সন্ধান চাঁদপুরে সিনিয়র যুব রেড ক্রিসেন্ট ফোরামের নতুন কমিটি গঠন কাবুলে আসন্ন পানি সংকট গোপালগঞ্জে জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে পুরান ঢাকায় বিএনপির বিক্ষোভ আবুল বারাকত এতদিন বাইরে ছিলেন সেটাই অনেক!

বিএনপি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রিত্বের পক্ষে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৩৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

প্রধানমন্ত্রী পদের মেয়াদ সর্বোচ্চ ১০ বছরে সীমাবদ্ধ করার প্রস্তাবে নীতিগতভাবে একমত হয়েছে বিএনপি। তবে, এই মেয়াদ নির্ধারণের পাশাপাশি যদি জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের মাধ্যমে নির্বাহী ক্ষমতা খর্ব করা হয়, তাহলে দলটি এতে আপত্তি জানাবে বলে সাফ জানিয়ে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

 

বুধবার (২৫ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

 

সালাহউদ্দিন আহমেদ বলেন, “কমিশনের সঙ্গে মূলনীতি, এনসিসি ও প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা প্রধানমন্ত্রী পদের মেয়াদ ১০ বছরে সীমাবদ্ধ করার প্রস্তাবে একমত হয়েছি। তবে যদি এনসিসির নামে নির্বাহী ক্ষমতা খর্ব করা হয়, তাহলে সেই বিষয়ে আমাদের দ্বিমত থাকবে।”

 

তিনি বলেন, “শুধু নির্বাহী ক্ষমতা কমিয়ে রাষ্ট্র চালানো সম্ভব নয়। অতীতে কেউ স্বৈরাচার হয়েছে বলে নির্বাহী শাখার সব ক্ষমতা কেড়ে নেওয়া হবে—এই ধারণা থেকেই আমাদের বের হতে হবে।”

 

পঞ্চম সংশোধনী অনুযায়ী সংবিধানের মূলনীতিগুলো বহাল রাখার পক্ষে বিএনপি। এর মধ্যে রয়েছে—‘বিসমিল্লাহির রহমানির রাহিম’, ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’সহ সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় সম্প্রীতি।

 

বিএনপি নেতার ভাষ্যমতে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর আইন সংস্কার করে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করতে হবে। এ জন্য প্রয়োজন হবে কার্যকর ও নিরপেক্ষ সার্চ কমিটি।

 

তিনি আরও যোগ করেন, “স্বাধীন নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগের নিরপেক্ষতা এবং মুক্ত গণমাধ্যম নিশ্চিত করা হলে তবেই গণতান্ত্রিক কাঠামোকে টেকসই ও শক্তিশালী করা সম্ভব হবে।”

রাজবাড়ী জেলা ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক কমরেড আরমান আলীর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক

বিএনপি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রিত্বের পক্ষে

আপডেট সময় ০৮:৩৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫

প্রধানমন্ত্রী পদের মেয়াদ সর্বোচ্চ ১০ বছরে সীমাবদ্ধ করার প্রস্তাবে নীতিগতভাবে একমত হয়েছে বিএনপি। তবে, এই মেয়াদ নির্ধারণের পাশাপাশি যদি জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের মাধ্যমে নির্বাহী ক্ষমতা খর্ব করা হয়, তাহলে দলটি এতে আপত্তি জানাবে বলে সাফ জানিয়ে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

 

বুধবার (২৫ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

 

সালাহউদ্দিন আহমেদ বলেন, “কমিশনের সঙ্গে মূলনীতি, এনসিসি ও প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা প্রধানমন্ত্রী পদের মেয়াদ ১০ বছরে সীমাবদ্ধ করার প্রস্তাবে একমত হয়েছি। তবে যদি এনসিসির নামে নির্বাহী ক্ষমতা খর্ব করা হয়, তাহলে সেই বিষয়ে আমাদের দ্বিমত থাকবে।”

 

তিনি বলেন, “শুধু নির্বাহী ক্ষমতা কমিয়ে রাষ্ট্র চালানো সম্ভব নয়। অতীতে কেউ স্বৈরাচার হয়েছে বলে নির্বাহী শাখার সব ক্ষমতা কেড়ে নেওয়া হবে—এই ধারণা থেকেই আমাদের বের হতে হবে।”

 

পঞ্চম সংশোধনী অনুযায়ী সংবিধানের মূলনীতিগুলো বহাল রাখার পক্ষে বিএনপি। এর মধ্যে রয়েছে—‘বিসমিল্লাহির রহমানির রাহিম’, ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’সহ সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় সম্প্রীতি।

 

বিএনপি নেতার ভাষ্যমতে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর আইন সংস্কার করে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করতে হবে। এ জন্য প্রয়োজন হবে কার্যকর ও নিরপেক্ষ সার্চ কমিটি।

 

তিনি আরও যোগ করেন, “স্বাধীন নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগের নিরপেক্ষতা এবং মুক্ত গণমাধ্যম নিশ্চিত করা হলে তবেই গণতান্ত্রিক কাঠামোকে টেকসই ও শক্তিশালী করা সম্ভব হবে।”