ঢাকা ০৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজবাড়ী জেলা ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক কমরেড আরমান আলীর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক বীরমুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বাবুর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক বিমান দুর্ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পার্বত্য চুক্তি বাতিলের কথা ইতিহাস মুছে ফেলার আয়োজন। রাজনীতির নতুন মুখোশ, বামপন্থার বিভ্রান্তি ও ভবিষ্যতের সন্ধান চাঁদপুরে সিনিয়র যুব রেড ক্রিসেন্ট ফোরামের নতুন কমিটি গঠন কাবুলে আসন্ন পানি সংকট গোপালগঞ্জে জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে পুরান ঢাকায় বিএনপির বিক্ষোভ আবুল বারাকত এতদিন বাইরে ছিলেন সেটাই অনেক!

তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন, প্রস্তুতি চলছে: এ্যানী

বিএনপির যুগ্ম মহাসচিব ও দলের মিডিয়া সেলের সদস্য সচিব শহীদউদ্দিন চৌধুরী এ্যানী জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরছেন। তার দেশে ফেরার জন্য লন্ডন ও বাংলাদেশ- উভয় জায়গায়ই প্রস্তুতি চলছে। একইসঙ্গে তাকে বরণ করে নেওয়ার আয়োজনও করা হচ্ছে।

বৃহস্পতিবার (ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে) ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন এ্যানী।

দুর্নীতি প্রসঙ্গে এ্যানী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে। তিনি বলেন, “দুর্নীতি ও দুঃশাসন আমাদের সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। এখান থেকে উত্তরণ ঘটাতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে।”

তিনি জানান, বিএনপির ৩১ দফা ঘোষণাপত্রে দুর্নীতি প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ রয়েছে। এ্যানীর ভাষায়, “দুর্নীতি দূর করতে আমরা এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি। এটি বিএনপির জন্য কঠিন চ্যালেঞ্জ। শুধু প্রশাসনে নয়, প্রশাসনের বাইরেও যেন কেউ দুর্নীতি করতে না পারে, সেজন্য কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”

পররাষ্ট্রনীতি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে এ্যানী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে আঞ্চলিক সংস্থা সার্ককে (SAARC) পুনরায় সক্রিয় করা হবে। তিনি বলেন, “জিয়াউর রহমান সার্ক প্রতিষ্ঠা করেছিলেন, যা আঞ্চলিক আলোচনা ও সমাধানের একটি মঞ্চ। কিন্তু আওয়ামী লীগ সরকার সার্ককে অকার্যকর করে একটি দেশকে (ভারত) প্রাধান্য দিয়েছে। বিএনপি ক্ষমতায় এলে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারে উদ্যোগ নেওয়া হবে।”

তিনি আরও বলেন, বিএনপির পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হবে ‘বন্ধু থাকবে, প্রভু থাকবে না’। এই নীতি অনুসরণ করেই আন্তর্জাতিক সম্পর্ক দৃঢ় করতে চায় দলটি। এ্যানী জানান, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং পার্শ্ববর্তী দেশের ক্ষেত্রে বিএনপির আলাদা পররাষ্ট্রনীতি থাকবে।

মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, সহ-সভাপতি গাজী আনোয়ার, যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন এবং কার্যনির্বাহী সদস্য জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির)।

নতুনকথা/এএস

ট্যাগস :

রাজবাড়ী জেলা ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক কমরেড আরমান আলীর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক

তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন, প্রস্তুতি চলছে: এ্যানী

আপডেট সময় ০৩:৫৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫

বিএনপির যুগ্ম মহাসচিব ও দলের মিডিয়া সেলের সদস্য সচিব শহীদউদ্দিন চৌধুরী এ্যানী জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরছেন। তার দেশে ফেরার জন্য লন্ডন ও বাংলাদেশ- উভয় জায়গায়ই প্রস্তুতি চলছে। একইসঙ্গে তাকে বরণ করে নেওয়ার আয়োজনও করা হচ্ছে।

বৃহস্পতিবার (ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে) ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন এ্যানী।

দুর্নীতি প্রসঙ্গে এ্যানী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে। তিনি বলেন, “দুর্নীতি ও দুঃশাসন আমাদের সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। এখান থেকে উত্তরণ ঘটাতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে।”

তিনি জানান, বিএনপির ৩১ দফা ঘোষণাপত্রে দুর্নীতি প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ রয়েছে। এ্যানীর ভাষায়, “দুর্নীতি দূর করতে আমরা এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি। এটি বিএনপির জন্য কঠিন চ্যালেঞ্জ। শুধু প্রশাসনে নয়, প্রশাসনের বাইরেও যেন কেউ দুর্নীতি করতে না পারে, সেজন্য কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”

পররাষ্ট্রনীতি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে এ্যানী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে আঞ্চলিক সংস্থা সার্ককে (SAARC) পুনরায় সক্রিয় করা হবে। তিনি বলেন, “জিয়াউর রহমান সার্ক প্রতিষ্ঠা করেছিলেন, যা আঞ্চলিক আলোচনা ও সমাধানের একটি মঞ্চ। কিন্তু আওয়ামী লীগ সরকার সার্ককে অকার্যকর করে একটি দেশকে (ভারত) প্রাধান্য দিয়েছে। বিএনপি ক্ষমতায় এলে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারে উদ্যোগ নেওয়া হবে।”

তিনি আরও বলেন, বিএনপির পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হবে ‘বন্ধু থাকবে, প্রভু থাকবে না’। এই নীতি অনুসরণ করেই আন্তর্জাতিক সম্পর্ক দৃঢ় করতে চায় দলটি। এ্যানী জানান, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং পার্শ্ববর্তী দেশের ক্ষেত্রে বিএনপির আলাদা পররাষ্ট্রনীতি থাকবে।

মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, সহ-সভাপতি গাজী আনোয়ার, যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন এবং কার্যনির্বাহী সদস্য জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির)।

নতুনকথা/এএস