ঢাকা ১০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় নিজ বাসা থেকে জামায়াত নেতার মরদেহ উদ্ধার ত্বকের বলিরেখা কমাতে যেসব প্রাকৃতিক তেল হতে পারে ভরসা ভারতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ আইসিসির, অবস্থানে অটল বিসিবি ইরানে নজিরবিহীন বিক্ষোভে নিহত প্রায় ২ হাজার মানুষ: সরকারি কর্মকর্তা বিএনপি নেতা ডাবলুর মৃত্যু: অভিযানে অংশ নেওয়া সব সেনাসদস্য প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন জ্বালানি সরবরাহ বড় চ্যালেঞ্জ, তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় সরকার: সালেহউদ্দিন আহমেদ আগামী নির্বাচনই নির্ধারণ করবে বাংলাদেশের অগ্রযাত্রা : সালাহউদ্দিন আহমদ সবোজলাইয়ের নায়ক-খলনায়ক রাতেও বার্নসলিকে উড়িয়ে চতুর্থ রাউন্ডে লিভারপুল জীবনদর্শনের দূরত্বেই ফাটল: যে কারণে টেকেনি তাহসান-রোজার সংসার শিক্ষা শুধু চাকরির কারখানা নয়, সৃজনশীল মানুষ গড়ার পথ: প্রধান উপদেষ্টা

তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন, প্রস্তুতি চলছে: এ্যানী

বিএনপির যুগ্ম মহাসচিব ও দলের মিডিয়া সেলের সদস্য সচিব শহীদউদ্দিন চৌধুরী এ্যানী জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরছেন। তার দেশে ফেরার জন্য লন্ডন ও বাংলাদেশ- উভয় জায়গায়ই প্রস্তুতি চলছে। একইসঙ্গে তাকে বরণ করে নেওয়ার আয়োজনও করা হচ্ছে।

বৃহস্পতিবার (ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে) ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন এ্যানী।

দুর্নীতি প্রসঙ্গে এ্যানী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে। তিনি বলেন, “দুর্নীতি ও দুঃশাসন আমাদের সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। এখান থেকে উত্তরণ ঘটাতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে।”

তিনি জানান, বিএনপির ৩১ দফা ঘোষণাপত্রে দুর্নীতি প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ রয়েছে। এ্যানীর ভাষায়, “দুর্নীতি দূর করতে আমরা এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি। এটি বিএনপির জন্য কঠিন চ্যালেঞ্জ। শুধু প্রশাসনে নয়, প্রশাসনের বাইরেও যেন কেউ দুর্নীতি করতে না পারে, সেজন্য কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”

পররাষ্ট্রনীতি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে এ্যানী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে আঞ্চলিক সংস্থা সার্ককে (SAARC) পুনরায় সক্রিয় করা হবে। তিনি বলেন, “জিয়াউর রহমান সার্ক প্রতিষ্ঠা করেছিলেন, যা আঞ্চলিক আলোচনা ও সমাধানের একটি মঞ্চ। কিন্তু আওয়ামী লীগ সরকার সার্ককে অকার্যকর করে একটি দেশকে (ভারত) প্রাধান্য দিয়েছে। বিএনপি ক্ষমতায় এলে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারে উদ্যোগ নেওয়া হবে।”

তিনি আরও বলেন, বিএনপির পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হবে ‘বন্ধু থাকবে, প্রভু থাকবে না’। এই নীতি অনুসরণ করেই আন্তর্জাতিক সম্পর্ক দৃঢ় করতে চায় দলটি। এ্যানী জানান, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং পার্শ্ববর্তী দেশের ক্ষেত্রে বিএনপির আলাদা পররাষ্ট্রনীতি থাকবে।

মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, সহ-সভাপতি গাজী আনোয়ার, যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন এবং কার্যনির্বাহী সদস্য জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির)।

নতুনকথা/এএস

ট্যাগস :

ঢাকায় নিজ বাসা থেকে জামায়াত নেতার মরদেহ উদ্ধার

তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন, প্রস্তুতি চলছে: এ্যানী

আপডেট সময় ০৩:৫৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫

বিএনপির যুগ্ম মহাসচিব ও দলের মিডিয়া সেলের সদস্য সচিব শহীদউদ্দিন চৌধুরী এ্যানী জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরছেন। তার দেশে ফেরার জন্য লন্ডন ও বাংলাদেশ- উভয় জায়গায়ই প্রস্তুতি চলছে। একইসঙ্গে তাকে বরণ করে নেওয়ার আয়োজনও করা হচ্ছে।

বৃহস্পতিবার (ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে) ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন এ্যানী।

দুর্নীতি প্রসঙ্গে এ্যানী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে। তিনি বলেন, “দুর্নীতি ও দুঃশাসন আমাদের সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। এখান থেকে উত্তরণ ঘটাতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে।”

তিনি জানান, বিএনপির ৩১ দফা ঘোষণাপত্রে দুর্নীতি প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ রয়েছে। এ্যানীর ভাষায়, “দুর্নীতি দূর করতে আমরা এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি। এটি বিএনপির জন্য কঠিন চ্যালেঞ্জ। শুধু প্রশাসনে নয়, প্রশাসনের বাইরেও যেন কেউ দুর্নীতি করতে না পারে, সেজন্য কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”

পররাষ্ট্রনীতি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে এ্যানী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে আঞ্চলিক সংস্থা সার্ককে (SAARC) পুনরায় সক্রিয় করা হবে। তিনি বলেন, “জিয়াউর রহমান সার্ক প্রতিষ্ঠা করেছিলেন, যা আঞ্চলিক আলোচনা ও সমাধানের একটি মঞ্চ। কিন্তু আওয়ামী লীগ সরকার সার্ককে অকার্যকর করে একটি দেশকে (ভারত) প্রাধান্য দিয়েছে। বিএনপি ক্ষমতায় এলে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারে উদ্যোগ নেওয়া হবে।”

তিনি আরও বলেন, বিএনপির পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হবে ‘বন্ধু থাকবে, প্রভু থাকবে না’। এই নীতি অনুসরণ করেই আন্তর্জাতিক সম্পর্ক দৃঢ় করতে চায় দলটি। এ্যানী জানান, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং পার্শ্ববর্তী দেশের ক্ষেত্রে বিএনপির আলাদা পররাষ্ট্রনীতি থাকবে।

মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, সহ-সভাপতি গাজী আনোয়ার, যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন এবং কার্যনির্বাহী সদস্য জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির)।

নতুনকথা/এএস