বক্স অফিস কাঁপানো ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ঘিরে যখন দর্শকদের উত্তেজনা চূড়ায়, ঠিক তখনই বলিউডে চমকপ্রদ এক খবর। বহুল প্রতীক্ষিত এই ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্র থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অভিনেতা অক্ষয় খান্না।
সম্প্রতি মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ ছবির সাফল্যের রেশ এখনো কাটেনি। এমন সময় অক্ষয়ের এই সিদ্ধান্ত টিনসেল টাউনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, নির্মাতারা ২০২৬ সালের ২ অক্টোবর ‘দৃশ্যম ৩’ মুক্তির পরিকল্পনা চূড়ান্ত করেছিলেন।
সব প্রস্তুতি যখন এগোচ্ছিল পরিকল্পনামাফিক, তখনই দেখা দেয় সৃজনশীল মতানৈক্য। ছবিতে অভিনয়ের পারিশ্রমিক নিয়ে কোনো জটিলতা না থাকলেও, নিজের চরিত্রের পরিসর ও অনস্ক্রিন উপস্থিতি আরও জোরালো করতে কিছু পরিবর্তনের প্রস্তাব দেন অক্ষয় খান্না। তবে সেই প্রস্তাবে সায় দেননি পরিচালক ও প্রযোজকরা।
চিত্রনাট্য নিয়ে এই মতভেদের জেরেই শেষ পর্যন্ত মেগা বাজেটের এই প্রজেক্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। যদিও বিষয়টি নিয়ে এখন পর্যন্ত অক্ষয় খান্না কিংবা ছবির প্রযোজনা সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
উল্লেখযোগ্য বিষয় হলো, এর আগেও বড় প্রজেক্ট থেকে সরে দাঁড়ানোর নজির দেখা গেছে বলিউডে। সম্প্রতি রণবীর সিং ‘ডন ৩’ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। কাকতালীয়ভাবে, রণবীর ও অক্ষয় দুজনই ‘ধুরন্ধর’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন। সেই ছবির অভাবনীয় সাফল্যের পর থেকেই দুই তারকাই নাকি নিজেদের পরবর্তী কাজ বেছে নেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক ও হিসেবি হয়ে উঠেছেন।
নতুন কথা/এসআর
নিজস্ব সংবাদ : 

























