বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আগামী বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল।
তিনি বলেন, জানাজার পর বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। তাঁকে সমাহিত করা হবে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশেই।
আইন উপদেষ্টা আরও জানান, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় জানাজার আয়োজন ও নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আসিফ নজরুল বলেন, সভায় উপদেষ্টারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও অবদান স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, সর্বশেষ সশস্ত্র বাহিনী দিবসে প্রধান উপদেষ্টার সঙ্গে বেগম খালেদা জিয়ার দীর্ঘক্ষণ সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছিল।
তিনি বলেন, জাতির এই সংকটময় ও বিশেষ সময়ে বেগম খালেদা জিয়ার উপস্থিতি অত্যন্ত প্রয়োজন ছিল। বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে তাঁর অবস্থান অক্ষয় ও অবিনশ্বর হয়ে থাকবে।
এ সময় জানাজায় অংশগ্রহণের ক্ষেত্রে শৃঙ্খলা ও ভাবগম্ভীর পরিবেশ বজায় রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
সভায় আরও জানানো হয়, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি, তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। পাশাপাশি জানাজার দিন বুধবার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
নতুন কথা/এসআর
নিজস্ব সংবাদ : 




















