আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২২ জানুয়ারি সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে তিনি নির্বাচনী মাঠে নামবেন। শনিবার (১০ জানুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল।
দলীয় সূত্র জানায়, এবারের জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ এবং ঢাকা-১৭—এই দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দীর্ঘদিন পর সরাসরি নির্বাচনী রাজনীতিতে তার অংশগ্রহণকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
ঢাকা-১৭ সংসদীয় আসনটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট থানা এলাকা নিয়ে গঠিত। এই আসনের আওতায় গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, বারিধারা, শাহজাদপুরসহ ঢাকা সেনানিবাসের একটি অংশ অন্তর্ভুক্ত রয়েছে।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল শুনানি শুরু হয়েছে। শনিবার থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই শুনানি কার্যক্রম শুরু করে কমিশন। অঞ্চলভিত্তিক মোট ১০টি বুথে আপিল শুনানি নেওয়া হচ্ছে। আপিল নম্বর অনুযায়ী শুনানির সময়সূচি নির্ধারণ করা হয়েছে এবং ধারাবাহিকভাবে শুনানি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত।
শুনানি শেষে আপিলের ফলাফল নির্বাচন ভবনের মনিটরে প্রদর্শন করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রার্থীদের ই-মেইলে রায়ের পিডিএফ কপি পাঠানো হবে। নির্ধারিত তারিখ অনুযায়ী নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকেও রায়ের অনুলিপি সংগ্রহ করা যাবে। নির্বাচন কমিশন জানিয়েছে, শুনানির দিনভিত্তিক রায় নির্ধারিত তারিখেই বিতরণ করা হবে।
নতুন কথা/এসআর
নিজস্ব প্রতিবেদক: 




















