ঢাকা ১২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাষাসংগ্রামী আহমদ রফিকের মরদেহ শনিবার শহীদ মিনারে নেওয়া হবে রাজবাড়ী জেলা ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক কমরেড আরমান আলীর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক বীরমুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বাবুর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক বিমান দুর্ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পার্বত্য চুক্তি বাতিলের কথা ইতিহাস মুছে ফেলার আয়োজন। রাজনীতির নতুন মুখোশ, বামপন্থার বিভ্রান্তি ও ভবিষ্যতের সন্ধান চাঁদপুরে সিনিয়র যুব রেড ক্রিসেন্ট ফোরামের নতুন কমিটি গঠন কাবুলে আসন্ন পানি সংকট গোপালগঞ্জে জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে পুরান ঢাকায় বিএনপির বিক্ষোভ

শনিবার থেকে ঢাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপির গণবিজ্ঞপ্তি

আগামী শনিবার (১৪ জুন) থেকে ঢাকার কিছু গুরুত্বপূর্ণ এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১২ জুন) এক গণবিজ্ঞপ্তিতে ডিএমপি এ নিষেধাজ্ঞার কথা জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬-এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

নিষেধাজ্ঞার আওতায় যেসব এলাকা পড়েছে সেগুলো হলো- প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২-এর প্রবেশদ্বার এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনের এলাকা।

এই এলাকাগুলোতে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা এবং বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে।

ডিএমপি আরও জানিয়েছে, বিভিন্ন দাবিদাওয়া আদায় কিংবা প্রতিবাদ কর্মসূচির নামে হঠাৎ সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না। যান চলাচলে বিঘ্ন ঘটানো থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

এ সিদ্ধান্ত কার্যকর হলে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ বিচারিক ও প্রশাসনিক এলাকাগুলোতে যেকোনো গণজমায়েত নিয়ন্ত্রণে থাকবে বলে ধারণা করা হচ্ছে।

 

নতুনকথা/এএস

জনপ্রিয় সংবাদ

ভাষাসংগ্রামী আহমদ রফিকের মরদেহ শনিবার শহীদ মিনারে নেওয়া হবে

শনিবার থেকে ঢাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপির গণবিজ্ঞপ্তি

আপডেট সময় ০৯:১৩:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

আগামী শনিবার (১৪ জুন) থেকে ঢাকার কিছু গুরুত্বপূর্ণ এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১২ জুন) এক গণবিজ্ঞপ্তিতে ডিএমপি এ নিষেধাজ্ঞার কথা জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬-এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

নিষেধাজ্ঞার আওতায় যেসব এলাকা পড়েছে সেগুলো হলো- প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২-এর প্রবেশদ্বার এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনের এলাকা।

এই এলাকাগুলোতে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা এবং বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে।

ডিএমপি আরও জানিয়েছে, বিভিন্ন দাবিদাওয়া আদায় কিংবা প্রতিবাদ কর্মসূচির নামে হঠাৎ সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না। যান চলাচলে বিঘ্ন ঘটানো থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

এ সিদ্ধান্ত কার্যকর হলে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ বিচারিক ও প্রশাসনিক এলাকাগুলোতে যেকোনো গণজমায়েত নিয়ন্ত্রণে থাকবে বলে ধারণা করা হচ্ছে।

 

নতুনকথা/এএস