ঢাকা ০৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজবাড়ী জেলা ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক কমরেড আরমান আলীর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক বীরমুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বাবুর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক বিমান দুর্ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পার্বত্য চুক্তি বাতিলের কথা ইতিহাস মুছে ফেলার আয়োজন। রাজনীতির নতুন মুখোশ, বামপন্থার বিভ্রান্তি ও ভবিষ্যতের সন্ধান চাঁদপুরে সিনিয়র যুব রেড ক্রিসেন্ট ফোরামের নতুন কমিটি গঠন কাবুলে আসন্ন পানি সংকট গোপালগঞ্জে জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে পুরান ঢাকায় বিএনপির বিক্ষোভ আবুল বারাকত এতদিন বাইরে ছিলেন সেটাই অনেক!

বিতর্কিত তিন নির্বাচন: তদন্তে কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:২৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

বিগত তিনটি বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে সংশ্লিষ্ট নির্বাচন কমিশনের দায়িত্বশীলদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (১৬ জুন) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন এবং ড. মোহাম্মদ আইয়ুব মিয়া। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া ও বিশেষ সহকারী মনির হায়দার।

কমিশনের পক্ষ থেকে বৈঠকে জুলাই সনদ তৈরির অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়। এ সময় কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানান, বেশ কিছু বিষয়ে ইতোমধ্যেই রাজনৈতিক ঐকমত্য সৃষ্টি হয়েছে। খুব শিগগিরই সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ সনদ চূড়ান্ত করা সম্ভব হবে।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, “সারা দেশজুড়ে মানুষ এখন এই জুলাই সনদের প্রতীক্ষায় রয়েছে। আশা করছি, আগামী জুলাই মাসেই আমরা এটি জাতির সামনে উপস্থাপন করতে পারব।”

লন্ডন সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, “প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐকমত্য কমিশনের কার্যক্রম নিয়ে গভীর আগ্রহ রয়েছে। তারা সংস্কার প্রক্রিয়া জানতে চেয়েছে, মতামত দিয়েছে। বিশেষ করে শিক্ষার্থীরা জানতে চেয়েছে- নির্বাচনে তারা কীভাবে অংশ নিতে পারবে, ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কি না। তাদের প্রশ্ন ছিল- ‘আমরা কি ভোট দিতে পারব?’ এটি একটি বড় প্রশ্ন। তাই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালটসহ সম্ভাব্য সব বিকল্প নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে জরুরি ভিত্তিতে আলোচনা করা প্রয়োজন।”

বৈঠকে নির্বাচন কমিশন সংস্কার বিষয়ক উপকমিটির প্রধান বদিউল আলম মজুমদার বলেন, “গত তিনটি জাতীয় সংসদ নির্বাচন নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এসব বিতর্কিত নির্বাচনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার, কমিশনাররা এবং কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের ভূমিকা তদন্ত করা জরুরি। রাজনৈতিক দলগুলোর মধ্যে এ বিষয়ে একমত তৈরি হয়েছে।”

উল্লেখ্য, জাতীয় ঐকমত্য কমিশন চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসন এবং নির্বাচনপদ্ধতির সংস্কারে কার্যকর ও গ্রহণযোগ্য রূপরেখা প্রণয়নে কাজ করছে। জুলাই সনদ সেই রূপরেখার একটি গুরুত্বপূর্ণ অংশ, যা চলমান সংকট নিরসনে দিকনির্দেশনা হিসেবে বিবেচিত হচ্ছে।

 

নতুন কথা/এএস

রাজবাড়ী জেলা ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক কমরেড আরমান আলীর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক

বিতর্কিত তিন নির্বাচন: তদন্তে কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

আপডেট সময় ১১:২৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫

বিগত তিনটি বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে সংশ্লিষ্ট নির্বাচন কমিশনের দায়িত্বশীলদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (১৬ জুন) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন এবং ড. মোহাম্মদ আইয়ুব মিয়া। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া ও বিশেষ সহকারী মনির হায়দার।

কমিশনের পক্ষ থেকে বৈঠকে জুলাই সনদ তৈরির অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়। এ সময় কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানান, বেশ কিছু বিষয়ে ইতোমধ্যেই রাজনৈতিক ঐকমত্য সৃষ্টি হয়েছে। খুব শিগগিরই সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ সনদ চূড়ান্ত করা সম্ভব হবে।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, “সারা দেশজুড়ে মানুষ এখন এই জুলাই সনদের প্রতীক্ষায় রয়েছে। আশা করছি, আগামী জুলাই মাসেই আমরা এটি জাতির সামনে উপস্থাপন করতে পারব।”

লন্ডন সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, “প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐকমত্য কমিশনের কার্যক্রম নিয়ে গভীর আগ্রহ রয়েছে। তারা সংস্কার প্রক্রিয়া জানতে চেয়েছে, মতামত দিয়েছে। বিশেষ করে শিক্ষার্থীরা জানতে চেয়েছে- নির্বাচনে তারা কীভাবে অংশ নিতে পারবে, ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কি না। তাদের প্রশ্ন ছিল- ‘আমরা কি ভোট দিতে পারব?’ এটি একটি বড় প্রশ্ন। তাই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালটসহ সম্ভাব্য সব বিকল্প নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে জরুরি ভিত্তিতে আলোচনা করা প্রয়োজন।”

বৈঠকে নির্বাচন কমিশন সংস্কার বিষয়ক উপকমিটির প্রধান বদিউল আলম মজুমদার বলেন, “গত তিনটি জাতীয় সংসদ নির্বাচন নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এসব বিতর্কিত নির্বাচনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার, কমিশনাররা এবং কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের ভূমিকা তদন্ত করা জরুরি। রাজনৈতিক দলগুলোর মধ্যে এ বিষয়ে একমত তৈরি হয়েছে।”

উল্লেখ্য, জাতীয় ঐকমত্য কমিশন চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসন এবং নির্বাচনপদ্ধতির সংস্কারে কার্যকর ও গ্রহণযোগ্য রূপরেখা প্রণয়নে কাজ করছে। জুলাই সনদ সেই রূপরেখার একটি গুরুত্বপূর্ণ অংশ, যা চলমান সংকট নিরসনে দিকনির্দেশনা হিসেবে বিবেচিত হচ্ছে।

 

নতুন কথা/এএস