এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল আজ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে তাঁর মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিল শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় রকিবুল ইসলাম বকুল বলেন, খুলনা-৩ আসনের মানুষ দীর্ঘদিন ধরে ভোটের অধিকার থেকে বঞ্চিত। আমি বিশ্বাস করি, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে এ এলাকার জনগণ ধানের শীষের পক্ষেই রায় দেবে। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আরও বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনায় সুযোগ পেলে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা, কর্মসংস্থান সৃষ্টি এবং এলাকার সার্বিক উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনাসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতৃবৃন্দ।
এ সময় নেতাকর্মীরা ধানের শীষ প্রতীক হাতে নিয়ে বিভিন্ন স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা। মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
উল্লেখ্য, খুলনা-৩ আসনটি বিএনপির জন্য একটি গুরুত্বপূর্ণ আসন হিসেবে বিবেচিত। দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনী প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে শিগগিরই ব্যাপক কর্মসূচি ঘোষণা করা হবে।
নতুন কথা/এসআর
নিজস্ব সংবাদ : 
























