মরক্কোয় চলমান আফ্রিকা কাপ অব নেশন্সে দেখা মিলল এক বিরল ও ইতিহাসগড়া ঘটনার। প্রতিপক্ষের জালে একটিও বল না পাঠিয়েও টুর্নামেন্টের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে সুদান, যা এই প্রতিযোগিতার ইতিহাসে এই প্রথম।
‘ই’ গ্রুপ থেকে তিন পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে সুদান। আলজেরিয়া ও বুরকিনা ফাসোর পেছনে থেকে তৃতীয় হয়ে তারা নিশ্চিত করেছে শেষ ষোলোর টিকিট। কিন্তু প্রশ্ন হলো- কোনো গোল না করেই এল এই তিন পয়েন্ট?
গ্রুপ পর্বে তিন ম্যাচে একটি জয় পেয়েছে সুদান। ইকুয়েটরিয়াল গিনির বিপক্ষে সেই ম্যাচে ১-০ ব্যবধানে জয় এলেও গোলটি করেনি কোনো সুদানিজ ফুটবলার। ম্যাচের একমাত্র গোলটি ছিল গিনির ডিফেন্ডার সোল কোকোর আত্মঘাতী-যা-ই হয়ে উঠল সুদানের নকআউটে ওঠার টিকিট।
অন্য দুই ম্যাচে সুদানের আক্রমণভাগ ছিল পুরোপুরি গোলশূন্য। তবুও একমাত্র আত্মঘাতী গোলের সুবাদে টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দল হিসেবে কোনো গোল না করেই গ্রুপ পর্ব পার করল তারা।
ভাগ্যের ছোঁয়া থাকলেও সুদানের এই সাফল্য আফ্রিকান ফুটবলের অনিশ্চয়তা আর নাটকীয়তাকেই যেন নতুন করে মনে করিয়ে দিল। এখন দেখার বিষয়, গোলখরা কাটিয়ে নকআউট পর্বে নিজেদের গল্পটা কতদূর নিয়ে যেতে পারে সুদান।
নতুন কথা/এসআর
নিজস্ব সংবাদ : 























