টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানালেও নিরাপত্তা শঙ্কার কথা তুলে ধরে নিজেদের অবস্থান থেকে একচুলও সরেনি বিসিবি। একই সঙ্গে ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনের দাবি আবারও জোরালোভাবে উপস্থাপন করেছে বোর্ড।
মঙ্গলবার দুপুরে বিসিবি ও আইসিসির মধ্যে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ ভিডিও কনফারেন্সে বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা হয়। বৈঠক শেষে বিসিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আলোচনার বিষয়বস্তু নিশ্চিত করা হয়।
সভায় আইসিসির পক্ষ থেকে জানানো হয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ইতোমধ্যে চূড়ান্ত ও প্রকাশিত হয়েছে। এই পর্যায়ে এসে ভেন্যু বা সূচি পরিবর্তন করা লজিস্টিক ও পরিচালনাগতভাবে অত্যন্ত জটিল। সে কারণেই বাংলাদেশকে তাদের ‘ভারতে না যাওয়ার’ সিদ্ধান্ত নতুন করে ভাবার অনুরোধ জানায় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।
তবে বিসিবি তাদের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দেয়, বর্তমান বাস্তবতায় নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ভারতে গিয়ে খেলা সম্ভব নয়। বোর্ডের পক্ষ থেকে বলা হয়, খেলোয়াড়, কোচিং স্টাফ এবং টিম অফিসিয়ালদের নিরাপত্তা নিশ্চিত করা বিসিবির সর্বোচ্চ অগ্রাধিকার। সে কারণেই বিকল্প ব্যবস্থা হিসেবে ভারতের বাইরে নিরপেক্ষ কোনো ভেন্যুতে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনের দাবি জানানো হয়।
বিসিবি আরও জানায়, তারা কোনো সংঘাত বা অচলাবস্থার দিকে যেতে চায় না। তবে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে কোনো আপস করা হবে না। এ বিষয়ে আইসিসির কাছে বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সমাধান প্রত্যাশা করছে বোর্ড।
ভিডিও কনফারেন্সে বিসিবির উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অংশ নেয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ। এ ছাড়া ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীও আলোচনায় অংশ নেন।
বিশ্বকাপ সামনে রেখে এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, আইসিসি বিসিবির এই দাবির পরিপ্রেক্ষিতে কী ধরনের সমাধানের পথে হাঁটে।
নতুন কথা/এসআর
নিজস্ব সংবাদ : 























