ঢাকা ১১:০০ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় নিজ বাসা থেকে জামায়াত নেতার মরদেহ উদ্ধার ত্বকের বলিরেখা কমাতে যেসব প্রাকৃতিক তেল হতে পারে ভরসা ভারতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ আইসিসির, অবস্থানে অটল বিসিবি ইরানে নজিরবিহীন বিক্ষোভে নিহত প্রায় ২ হাজার মানুষ: সরকারি কর্মকর্তা বিএনপি নেতা ডাবলুর মৃত্যু: অভিযানে অংশ নেওয়া সব সেনাসদস্য প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন জ্বালানি সরবরাহ বড় চ্যালেঞ্জ, তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় সরকার: সালেহউদ্দিন আহমেদ আগামী নির্বাচনই নির্ধারণ করবে বাংলাদেশের অগ্রযাত্রা : সালাহউদ্দিন আহমদ সবোজলাইয়ের নায়ক-খলনায়ক রাতেও বার্নসলিকে উড়িয়ে চতুর্থ রাউন্ডে লিভারপুল জীবনদর্শনের দূরত্বেই ফাটল: যে কারণে টেকেনি তাহসান-রোজার সংসার শিক্ষা শুধু চাকরির কারখানা নয়, সৃজনশীল মানুষ গড়ার পথ: প্রধান উপদেষ্টা

গ্যাস সিন্ডিকেট ভাঙতে মোবাইল কোর্ট, জরিমানা ৩২ হাজার টাকা

এলপিজি গ্যাসে সিন্ডিকেট করে কৃত্রিম সংকট সৃষ্টি ও সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে দৈনিক কালবেলায় সংবাদ প্রকাশের পর কেরানীগঞ্জে তৎপর হয়ে উঠেছে উপজেলা প্রশাসন। অভিযোগের সত্যতা পাওয়ায় শনিবার (৩ জানুয়ারি) উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচটি মামলায় মোট ৩২ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। একই সঙ্গে কয়েকজন বিক্রেতাকে ভবিষ্যতে এ ধরনের অনিয়মে জড়িত না হওয়ার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

উল্লেখ্য, গত ২ ডিসেম্বর দৈনিক কালবেলায় কেরানীগঞ্জে এলপিজি গ্যাসের সিন্ডিকেট, কৃত্রিম সংকট সৃষ্টি এবং নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মূল্যে গ্যাস বিক্রির অভিযোগ তুলে ধরে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। ওই সংবাদের পর ভোক্তা ও সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের পক্ষ থেকেও উপজেলা প্রশাসনের কাছে একাধিক অভিযোগ আসে।

এসব অভিযোগের প্রাথমিক যাচাইয়ে সত্যতা পাওয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, একাধিক বিক্রেতা নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করছেন। কোথাও কোথাও কৃত্রিম সংকট তৈরি করে গোপনে বেশি দামে গ্যাস সরবরাহেরও প্রমাণ পাওয়া যায়।

অনিয়মের দায়ে পাঁচজন বিক্রেতার বিরুদ্ধে মামলা দায়ের করে তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক বলেন, ‘অবৈধভাবে এলপিজি গ্যাস মজুত কিংবা সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত অর্থ আদায়ের কোনো সুযোগ নেই। এ ধরনের তথ্য পাওয়া মাত্রই আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। ভবিষ্যতেও বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও জানান, এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া এবং আফতাব আহমেদের নেতৃত্বে ভিন্ন ভিন্ন স্থানে একযোগে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

স্থানীয় ভোক্তারা দৈনিক কালবেলার সংবাদের পর প্রশাসনের দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত তদারকির অভাবে কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নিয়ে ইচ্ছেমতো দাম বাড়াচ্ছে। তারা এ ধরনের অভিযান আরও নিয়মিত করার দাবি জানান।

 

নতুন কথা/এএস

ঢাকায় নিজ বাসা থেকে জামায়াত নেতার মরদেহ উদ্ধার

গ্যাস সিন্ডিকেট ভাঙতে মোবাইল কোর্ট, জরিমানা ৩২ হাজার টাকা

আপডেট সময় ০৬:৫০:২৬ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬

এলপিজি গ্যাসে সিন্ডিকেট করে কৃত্রিম সংকট সৃষ্টি ও সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে দৈনিক কালবেলায় সংবাদ প্রকাশের পর কেরানীগঞ্জে তৎপর হয়ে উঠেছে উপজেলা প্রশাসন। অভিযোগের সত্যতা পাওয়ায় শনিবার (৩ জানুয়ারি) উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচটি মামলায় মোট ৩২ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। একই সঙ্গে কয়েকজন বিক্রেতাকে ভবিষ্যতে এ ধরনের অনিয়মে জড়িত না হওয়ার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

উল্লেখ্য, গত ২ ডিসেম্বর দৈনিক কালবেলায় কেরানীগঞ্জে এলপিজি গ্যাসের সিন্ডিকেট, কৃত্রিম সংকট সৃষ্টি এবং নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মূল্যে গ্যাস বিক্রির অভিযোগ তুলে ধরে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। ওই সংবাদের পর ভোক্তা ও সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের পক্ষ থেকেও উপজেলা প্রশাসনের কাছে একাধিক অভিযোগ আসে।

এসব অভিযোগের প্রাথমিক যাচাইয়ে সত্যতা পাওয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, একাধিক বিক্রেতা নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করছেন। কোথাও কোথাও কৃত্রিম সংকট তৈরি করে গোপনে বেশি দামে গ্যাস সরবরাহেরও প্রমাণ পাওয়া যায়।

অনিয়মের দায়ে পাঁচজন বিক্রেতার বিরুদ্ধে মামলা দায়ের করে তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক বলেন, ‘অবৈধভাবে এলপিজি গ্যাস মজুত কিংবা সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত অর্থ আদায়ের কোনো সুযোগ নেই। এ ধরনের তথ্য পাওয়া মাত্রই আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। ভবিষ্যতেও বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও জানান, এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া এবং আফতাব আহমেদের নেতৃত্বে ভিন্ন ভিন্ন স্থানে একযোগে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

স্থানীয় ভোক্তারা দৈনিক কালবেলার সংবাদের পর প্রশাসনের দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত তদারকির অভাবে কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নিয়ে ইচ্ছেমতো দাম বাড়াচ্ছে। তারা এ ধরনের অভিযান আরও নিয়মিত করার দাবি জানান।

 

নতুন কথা/এএস