ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাষাসংগ্রামী আহমদ রফিকের মরদেহ শনিবার শহীদ মিনারে নেওয়া হবে রাজবাড়ী জেলা ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক কমরেড আরমান আলীর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক বীরমুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বাবুর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক বিমান দুর্ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পার্বত্য চুক্তি বাতিলের কথা ইতিহাস মুছে ফেলার আয়োজন। রাজনীতির নতুন মুখোশ, বামপন্থার বিভ্রান্তি ও ভবিষ্যতের সন্ধান চাঁদপুরে সিনিয়র যুব রেড ক্রিসেন্ট ফোরামের নতুন কমিটি গঠন কাবুলে আসন্ন পানি সংকট গোপালগঞ্জে জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে পুরান ঢাকায় বিএনপির বিক্ষোভ

ট্রাকের সঙ্গে ৪ বাসের সংঘর্ষ, আহত ৩০

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৩৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

বরিশালের গৌরনদীতে পার্কিং করে রাখা ট্রাকের সঙ্গে চারটি বাসের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

রোববার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর প্রায় ঘণ্টাব্যাপী মহাসড়ক বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

পরে ফায়ার সার্ভিস, হাইওয়ে থানা পুলিশ, আনসার সদস্য ও স্থানীয়দের সহায়তায় রাত সাড়ে ১০টার দিকে মহাসড়ক থেকে দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশে মাহিলাড়া বাজারে যত্রতত্রভাবে অনেকগুলো ট্রাক পার্কিং করে রাখা ছিল। এ কারণে প্রথমে বরিশালগামী বলাকা পরিবহণের সঙ্গে ঢাকাগামী এসপি গ্রীন লাইনের সংঘর্ষ হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বলাকার পেছনে স্টার ডিলাক্স পরিবহণ ও এসপি গ্রীন লাইনের পেছনে সাকুরা পরিবহণের সংঘর্ষ হয়।

 

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের গৌরনদীর স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানান, দুর্ঘটনার পর পরই প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে থাকে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনাকবলিত যানগুলো জব্দ করা হয়েছে বলে ওসি জানান।

 

নতুনকথা/এমএএম

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাষাসংগ্রামী আহমদ রফিকের মরদেহ শনিবার শহীদ মিনারে নেওয়া হবে

ট্রাকের সঙ্গে ৪ বাসের সংঘর্ষ, আহত ৩০

আপডেট সময় ০৩:৩৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫

বরিশালের গৌরনদীতে পার্কিং করে রাখা ট্রাকের সঙ্গে চারটি বাসের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

রোববার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর প্রায় ঘণ্টাব্যাপী মহাসড়ক বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

পরে ফায়ার সার্ভিস, হাইওয়ে থানা পুলিশ, আনসার সদস্য ও স্থানীয়দের সহায়তায় রাত সাড়ে ১০টার দিকে মহাসড়ক থেকে দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশে মাহিলাড়া বাজারে যত্রতত্রভাবে অনেকগুলো ট্রাক পার্কিং করে রাখা ছিল। এ কারণে প্রথমে বরিশালগামী বলাকা পরিবহণের সঙ্গে ঢাকাগামী এসপি গ্রীন লাইনের সংঘর্ষ হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বলাকার পেছনে স্টার ডিলাক্স পরিবহণ ও এসপি গ্রীন লাইনের পেছনে সাকুরা পরিবহণের সংঘর্ষ হয়।

 

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের গৌরনদীর স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানান, দুর্ঘটনার পর পরই প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে থাকে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনাকবলিত যানগুলো জব্দ করা হয়েছে বলে ওসি জানান।

 

নতুনকথা/এমএএম