ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজবাড়ী জেলা ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক কমরেড আরমান আলীর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক বীরমুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বাবুর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক বিমান দুর্ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পার্বত্য চুক্তি বাতিলের কথা ইতিহাস মুছে ফেলার আয়োজন। রাজনীতির নতুন মুখোশ, বামপন্থার বিভ্রান্তি ও ভবিষ্যতের সন্ধান চাঁদপুরে সিনিয়র যুব রেড ক্রিসেন্ট ফোরামের নতুন কমিটি গঠন কাবুলে আসন্ন পানি সংকট গোপালগঞ্জে জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে পুরান ঢাকায় বিএনপির বিক্ষোভ আবুল বারাকত এতদিন বাইরে ছিলেন সেটাই অনেক!

ঝিনাইদহে মানসিকভাবে অসুস্থ ছেলের কোদালের আঘাতে বাবার মর্মান্তিক মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলার শংকরপুর গ্রামে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। মানসিক ভারসাম্যহীন এক সন্তানের কোপে প্রাণ হারিয়েছেন তার বৃদ্ধ পিতা। নিহত কৃষক শাহাদত হোসেন (৬৩) ছিলেন গ্রামের একজন সাদাসিধে মানুষ, কৃষিকাজেই যাঁর জীবন কেটেছে। সোমবার (১৬ জুন) সকালে নিজ মাঠেই নিজের ছেলের হাতে খুন হন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে শাহাদত হোসেন তার ছেলে ফয়সাল হোসেন (২২) কে সঙ্গে নিয়ে যান মাঠে মরিচ ক্ষেতে কাজ করতে। সেখানে হঠাৎ করেই ফয়সাল কোদাল দিয়ে বাবার মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই শাহাদত হোসেনের মৃত্যু হয়। এরপর ফয়সাল বাড়িতে ফিরে গিয়ে মাকে জানায় পুরো ঘটনা।

খবর পেয়ে স্থানীয়রা ছুটে গিয়ে মাঠে পড়ে থাকা শাহাদতের নিথর দেহ দেখতে পান এবং দ্রুত পুলিশকে অবহিত করেন।

নিহতের স্বজনদের ভাষ্যমতে, ফয়সাল দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন। দুই বছর আগে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করে চিকিৎসাও করানো হয়। কিছুদিন আগেই তিনি বাড়ি ফেরেন। ফেরার পরও পারিবারিক সহিংসতায় জড়িয়ে পড়েন তিনি; এমনকি মাকেও একাধিকবার মারধর করেন বলে অভিযোগ পরিবারের।

এ ঘটনায় ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ফয়সাল হোসেনকে আটক করা হয়েছে এবং প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক, আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।”

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে মানসিক রোগীদের চিকিৎসা ও পুনর্বাসন বিষয়ে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন সমাজ সচেতন ব্যক্তিরা।

 

নতুন কথা/এএস

রাজবাড়ী জেলা ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক কমরেড আরমান আলীর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক

ঝিনাইদহে মানসিকভাবে অসুস্থ ছেলের কোদালের আঘাতে বাবার মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ০৮:৫৭:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫

ঝিনাইদহ সদর উপজেলার শংকরপুর গ্রামে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। মানসিক ভারসাম্যহীন এক সন্তানের কোপে প্রাণ হারিয়েছেন তার বৃদ্ধ পিতা। নিহত কৃষক শাহাদত হোসেন (৬৩) ছিলেন গ্রামের একজন সাদাসিধে মানুষ, কৃষিকাজেই যাঁর জীবন কেটেছে। সোমবার (১৬ জুন) সকালে নিজ মাঠেই নিজের ছেলের হাতে খুন হন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে শাহাদত হোসেন তার ছেলে ফয়সাল হোসেন (২২) কে সঙ্গে নিয়ে যান মাঠে মরিচ ক্ষেতে কাজ করতে। সেখানে হঠাৎ করেই ফয়সাল কোদাল দিয়ে বাবার মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই শাহাদত হোসেনের মৃত্যু হয়। এরপর ফয়সাল বাড়িতে ফিরে গিয়ে মাকে জানায় পুরো ঘটনা।

খবর পেয়ে স্থানীয়রা ছুটে গিয়ে মাঠে পড়ে থাকা শাহাদতের নিথর দেহ দেখতে পান এবং দ্রুত পুলিশকে অবহিত করেন।

নিহতের স্বজনদের ভাষ্যমতে, ফয়সাল দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন। দুই বছর আগে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করে চিকিৎসাও করানো হয়। কিছুদিন আগেই তিনি বাড়ি ফেরেন। ফেরার পরও পারিবারিক সহিংসতায় জড়িয়ে পড়েন তিনি; এমনকি মাকেও একাধিকবার মারধর করেন বলে অভিযোগ পরিবারের।

এ ঘটনায় ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ফয়সাল হোসেনকে আটক করা হয়েছে এবং প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক, আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।”

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে মানসিক রোগীদের চিকিৎসা ও পুনর্বাসন বিষয়ে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন সমাজ সচেতন ব্যক্তিরা।

 

নতুন কথা/এএস